• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সিলেট

    দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী,

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ৯:০৩:৪৯ প্রিন্ট সংস্করণ

    দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতাঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকের ২৩তম প্রতিষ্ঠা দিবস আজ।বোধবার (২৬ এপ্রিল) উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদে গোরেশপুর কমিউনিটি , ক্লিনিকের ২৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাদে-গোরেশপুর কমিউনিটি ক্লিনিক কতৃর্ক র‍্যালী ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। ২০০০ সালের ২৬ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়।
    কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের ধারণা প্রবর্তন করেন। মাত্র সাড়ে তিন বছরেই দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তৎকালীন মহকুমা ও থানা পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব।
    আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই দেশব্যাপী প্রতি ছয় হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি করে মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। ২০০১ সালের মধ্যেই ১০ হাজার ৭২৩টি অবকাঠামো স্থাপনপূর্বক প্রায় আট হাজার কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালু করা হয়। আবারও ২০০৯ সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ সরকার আবার কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামিমুল ইসলাম,কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ আবু তাহের, দোহালিয়া ইউপি সদস্য আলী হোসেন,এফ ডব্লিউ এ পপি নাথ,আবদাল হোসেন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content