• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    আশুলিয়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মা কে মারধর

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ১:৪৪:৫৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ আঃ রহিম জয়,জ্যেষ্ঠ প্রতিবেদক:-

    ঢাকার আশুলিয়ায় বাবার সামনে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাসায় হামলা চালিয়ে মেয়ের বাবা-মা কে মারধর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে বখাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

    বুধবার (২৬ এপ্রিল) তথ্য নিশ্চিত করেন অভিযোগের তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়। এর আগে, বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলার রূপায়ন মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

    অভিযুক্তরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া রূপায়ণ মাঠ এলাকার ইমারত হোসেনের ছেলে ইয়ার হোসেন (২০), আলিফ (১৯), আব্দুর রাজ্জাক (২২), লিটন (২১) সহ অজ্ঞাত আরো ২-৩ জন।

    অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বাগবাড়ি এলাকার একটি চুল কারখানায় কাজ করেন (১৭) বছর বয়সী এক কিশোরী। প্রতিদিন কারখানায় যাওয়া-আসার পথে তাকে উত্যক্ত করতেন আলিফ নামের এক বখাটে। এ বিষয়টি ওই কিশোরী তার পোশাক শ্রমিক মাকে জানালে মা উত্যক্তের বিষয়টি মেয়ের বাবাকে জানায়। মেয়ের নিরাপত্তার স্বার্থে পরের দিন রাত্রে কারখানা ছুটি হলে মেয়েকে এগিয়ে আনতে যান বাবা। মেয়েকে সাথে করে জামগড়া রূপায়ণ মাঠ এলাকায় আসলে আলিফ নামের ছেলেটি বাবার সামনেই মেয়েকে খারাপ ভাষায় উত্যক্ত করতে থাকে। প্রতিবাদ করায় মেয়ের বাবাকে ভয়ভীতি দেখাতে থাকে এবং মেয়েকে উঠিয়ে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার ৪ দিন পর অর্থাৎ বুধবার (২৬এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর ভাড়া বাসায় অভিযুক্ত বখাটেরা গিয়ে মেয়েকে খোঁজতে থাকে। এ ব্যাপারে জিজ্ঞাসা করতেই বখাটেরা মেয়ের মা-বাবাকে এলোপাতাড়ি মারপিট করে। এসময় মেয়ের বাবার কাছে থাকা নগদ টাকাও লুট করে নিয়ে যায় তারা।

    এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, রাতেই অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content