• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মা-ছেলের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় তিন জনের আট বছর কারাদণ্ড

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ৪:০০:১৯ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
    ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।এছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, মৃত এনাম খানের ছেলে উজ্জ্বল খান, হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ মিয়া। এর মধ্যে সোহাগ ও উজ্জ্বল পলাতক রয়েছে।আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের জহির খান প্রায়ই তার স্ত্রী সুমা বেগমকে নির্যাতন করতেন। এ ঘটনায় আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন সুমা। পরে আদালত জহির খানকে কারাগারে পাঠান। এরই জেরে জহির খানের বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় সুমা বেগমের ঘরে ঢুকে সুমা বেগম ও তার ছেলে আকাশ খানকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে তারা দুজনই দগ্ধ হন। এ ঘটনায় সুমা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর তিনজনকে ৮ বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম বলেন, এসিড নিক্ষেপের মত ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট।মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন,বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।

    আরও খবর

    Sponsered content