• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধসে পড়েছে লোহার সেতু

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ১:৪২:১৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ আঃ রহিম জ্যেষ্ঠ প্রতিনিধি :

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেন সড়কে ত্রিশাল উপজেলার চেলেরঘাট খিরু নদীর উপর দুটি ব্রিজের মধ্যে পুরনো একটি বেইলী ব্রীজ দিয়ে ট্রান্সফর্মারবাহী ৪০ চাকার লড়ি পার হওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে ঝুলে পড়ে।এসময় একটি যাত্রীবাহী প্রাইভেটকার উল্টে ৩ যাত্রী আহত হয়।বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ব্রীজটি ভেঙ্গে পড়ায় ঢাকা ও ময়মনসিংহমুখী যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটছে। তবে অপর ব্রীজটি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে ত্রিশাল পুলিশ,ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপদ বিভাগের লোকজন ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ করে।ময়মনসিংহ সড়ক,জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান,ব্রীজটি পুরনো। ট্রান্সফর্মারবাহী লড়ির ওভারলোডের কারনে এই ব্রীজটি ভেঙ্গে পড়েছে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছেপ্রাইভেটকার যাত্রীদের উদ্ধার করে ৩ জন কে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, ট্রান্সফর্মারবাহী একটি ৪০ চাকার লড়িটি বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে ঢাকা থেকে জামালপুরে যাচ্ছিল ও প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে আসছিলো।এদিকে ব্রীজটি ভেঙ্গে পড়ার খবরে শতশত জনতা দুর্ঘটনাকবলিত স্থানটিতে ভীড় জমান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারলোডের কারনেই বেইলী ব্রীজটি ভেঙ্গে পড়েছে। তবে মহাসড়কটিতে একটি যাত্রীবাহী বাস অল্পের জন্য রক্ষা পেয়েছে।এদিকে খবর পেয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ও ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিনসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করছেন।

    আরও খবর

    Sponsered content