• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    ইবির হলসমূহ খুলবে শনিবার, ক্লাস শুরু ২ মে

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ১২:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ

    পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী শনিবার (২৯ এপ্রিল) থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। একইদিনে সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেবে স্ব স্ব হল কর্তৃপক্ষ। এছাড়া, মঙ্গলবার (২ মে) থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। ওইদিন থেকেই পুরোদমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এসব তথ্য নিশ্চিত করছেন।

    এর আগে গত ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। যতদিন দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঠিক ততদিনই আবাসিক হলসমূহ বন্ধ ছিলো।

    আরও খবর

    Sponsered content