• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়ির ঐতিহ্যবাহী রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ১:৫৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ এপ্রিল-২০২৩ শুক্রবার সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

    পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক, এস.এম রবিউল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সাংসদ ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মো. মাঈন উদ্দিন।

    অনুষ্ঠানে মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য, এম.এ জব্বার, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক, মো. দিদারুল আলম ও মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. শফিকুর রহমান ফারুক, মানিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম, মানিকছড়ি মং রাজবাড়ী প্রতিনিধি, কুমার সুইচিংপ্রুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

    মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধক বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মান্নোয়নে স্থানীয় ভাবে মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনা রয়েছে। এতে করে তিন পার্বত্য জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের দীর্ঘ মেয়াদী সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেন।

    শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, অনুষ্ঠিতব্য পাবলিক পরীক্ষা শেষে পার্বত্য চট্টগ্রামের যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেখানে জরুরি ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। একই সাথে পদায়নকৃত শিক্ষকরা যাতে ইচ্ছা হলে বদলি নিতে না পারেন সে দিকে কঠোর ব্যবস্থা নিবে মন্ত্রণালয়।

    আরও খবর

    Sponsered content