• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • Uncategorized

    আগরতলা  বিপ্লব কুমার দেবের উদ্যোগে খোয়াইতে স্বাস্থ্য শিবিরের আয়োজন

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ৪:২৪:১৫ প্রিন্ট সংস্করণ

    সৌরভ ভৌমিক, আগরতলা  রিপোর্টঃ

    আজ শনিবার দুপুরে খোয়াই নতুন টাউন হলে রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগে আয়োজিত হয় সাংসদ স্বাস্থ্য শিবির। সাংসদ স্বাস্থ্য শিবিরে খোয়াইয়ের বড় মাত্রায় নাগরিকগণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুফল গ্রহণ করেছেন। এই স্বাস্থ্য শিবিরে দেশের স্বনামধণ্য হাসপাতালের বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।এই দিনের অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করলেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই বিজেপি মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই জেলাশাসক ডি কে চাকমা, হোয়াইজেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার সহ অন্যান্যরা। এই দিনের মেগা স্বাস্থ্য শিবিরে সাংসদ বিপ্লব কুমার দেব পরিদর্শন করেন এবং স্বাস্থ্যপরিসেবা নিতে আসা নাগরিকদের সাথে কথা বলেন।বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় নাগরিক স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার স্বরূপ খোয়াইতে আয়োজিত সাংসদ স্বাস্থ্য শিবিরে সচেতন নাগরিকদের ব্যাপক সাড়া মিলেছে। স্বাস্থ্য দপ্তর সহ দিল্লীস্থিত বিভিন্ন স্বনামধণ্য হাসপাতালের চিকিৎসকরা বিনামূল্যে পরিষেবা প্রদান করেছেন।এদিনের মেগা স্বাস্থ্য শিবিরের খোয়াই সহ তৎসংলগ্ন এলাকা থেকে বড় মাত্রায় স্বাস্থ্য সচেতন নাগরিকরা এর পরিষেবা গ্রহণ করেন খোয়াইয়ের এক হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবার সুফল গ্রহণ করেছেন। স্বাস্থ্য পরিষেবা নিতে আসা মানুষদের মধ্যে বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।

    আরও খবর

    Sponsered content