• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতেহবে-আমু

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ১১:৪৩:২৪ প্রিন্ট সংস্করণ

    আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটিতে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে এনটিআরসিএ কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগকৃত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এমপি)। শনববার (২৯ এপ্রিল) উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    এসময় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ক্লাসে পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত কসতে হবে। এনটিআরসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন। এসব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় সম্ভব হয়েছে। শিক্ষর্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য এ সরকার কাজ করছে ।

    তিনি আরও বলেন, পুঁথিগত বিদ্যাই সবকিছু নয় দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির , নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার, নতুন নিয়োগপ্রাপ্ত কলেজ শিক্ষক আ. কাদের, স্কুল শিক্ষক রিয়াজ রহমান ও মুক্তা রানী প্রমুখ। পরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধি সমাজের সঙ্গে ইদ পুণর্মিলনী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

    আরও খবর

    Sponsered content