• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    কাহালুতে ৪টি কেন্দ্রে শুরু এস এস সি, দাখিল ও ভোকেশনাল পাবলিক পরীক্ষা

      প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৩ , ১২:২৫:৪৩ প্রিন্ট সংস্করণ

    হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধিঃ

    রবিবার সকাল ৯টা থেকে এস এস সি পরিক্ষার্থীদের ফুল দিয়ে গ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ। তা ছাড়া দু, মাস পিছিয়ে ৯০ দিনের মাথায় আজ রোববার হতে সারাদেশে একযোগে এস, এস, সি, দাখিল (সমমান) ও এস,এস,সি (ভোকেশনাল) পাবলিক পরীক্ষা শুরু । ২০২২ সালে ১ ফেব্রুয়ারি এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও বৈশ্বিক মহামারি করোনা সহ নানা সংকট কাটিয়ে গত বারের এস এস সি পরীক্ষা একই বছরে ৯ মাস পিছিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে এসে দু,মাস পিছিয়ে ৯০ দিনের মাথায় ৩০ এপ্রিল এ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বগুড়ার কাহালুতে এবার ৪টি কেন্দ্রে মোট ২ হাজার ১শ ৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্র গুলো হলো , কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৫২ জন। কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১৬ জন, কাহালু ছিদ্দিকীয়া ফাজিল( ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে ৬৯৫ ও নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শাখায় ১২১ জন পরীক্ষার্থী রয়েছে। এসব পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রস্ততি চুড়ান্ত রয়েছে । এ ব্যাপারে কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেনের সাথে কথা বলা হলে তিনি জানান, এবারের এস, এস, সি, সহ সকল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে আমরা মনিটরিং কমিটি নিয়ে প্রস্ততি সভা করেছি। ইতিমধ্যে সকল প্রস্ততি চুড়ান্ত করা হয়েছে। তবে এবারে পরীক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে কঠোর নিদের্শনা না থাকলেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র আসতে বলা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোন পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। এ ব্যাপারে কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব এফ এম এ সালামের সাথে কথা বলা হলে তিনি জানান, পরীক্ষা অনুষ্ঠানে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। এবারেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের আসন বিন্ন্যাস করা হয়েছে আই প্যাটার্নে। ৬ ফুট ব্রেঞ্চে ২ জন করে পরীক্ষার্থী বসবে। কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব মোঃ বেলাল উদ্দিন জানান, পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমার কেন্দ্রে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content