• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেলো যাত্রীবাহী বাস, দুইজন নিহত

      প্রতিনিধি ২৯ জুন ২০২৩ , ৮:৫৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    কাওছার মিয়া দিপুু জেলা প্রতিনিধি বগুড়া

    বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহত একজনের নাম মো. আল আমিন (১৫)। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। অপর ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এঘটনায় দুইজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।।

    আরও খবর

    Sponsered content