• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    পবিত্র কুরআন অবমাননার অভিযোগে ভূরুঙ্গামারীতে এক যুবক গ্রেফতার

      প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৩ , ৪:৩১:০৩ প্রিন্ট সংস্করণ

    এস এম মনিরুজ্জামান, রংপুর ব্যুরো প্রধানঃ

    ভুরুঙ্গামারীতে পবিত্র কুরআন শরীফ অবমাননার মত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া ঢাকাইয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পবিত্র কুরআন অবমাননার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম মিজানুর। সে ওই এলাকার ছদরুল ইসলাম (ছদু) এর ছেলে।
    এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বনিবনা ছিলো না। স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায় প্রায় এক মাস আগে। অভিযুক্ত যুবক তার পিতার সাথে রাগান্বিত হয়। ঘরের আসবাব পত্র ফেলে দেয়। এক পর্যায়ে ঘরে থাকা কোরআন শরিফ মাটিতে ছুরে ফেলে দেয়। শনিবার সকাল ১১ টার দিকে কোরআনের এই অবমাননা এই ঘটনা ঘটে।
    অবমাননার খবর পেয়ে ফুঁসে ওঠে তাওহীদি জনতা। (২৯ এপ্রিল) রাতে কুরআন অবমানাকারীর সর্বোচ্চ শাস্তি চেয়ে শত শত মানুষ বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

    অতপর থানায় তাওহীদি জনতার প্রতিনিধি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলার শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলার শাখার সভাপতি মাওলানা এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি টিম এস.পি, এ.এস.পি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দির্ঘ সময় আলোচনার পর তারা উপযুক্ত বিচারের আওতায় যুবককে আনা হবে বলে আশ্বাস প্রদান করেন। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    ঘটনাস্থলে দ্রুত ছুটে যান ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম। তিনি আবারও তাওহীদি জনতাকে জানান, আটক ওই যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content