• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এক ঝাঁক চা শ্রমিকদের সেবক সংগঠন

      অজিত দাস, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ ২৬ মার্চ ২০২৩ , ২:৫৫:৫৭ প্রিন্ট সংস্করণ

    ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে “চা শ্রমিকদের সেবক সংগঠন, মশা কামর এর হাত থেকে বাঁচিয়েছেন চা শ্রমিক অসহায় পরিবারদের কে।বিজয়ের মাসে শুরু হয়েছিল ” চা শ্রমিকদের সেবক” সংগঠনটির প্রাথমিক যাত্রা এবং পর্যায়ক্রমে প্রতি মাসেই সংগঠনটি একের পর এক সামাজিক কাজ করে মানুষের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করে যাচ্ছে।২৬ শে মার্চ রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রামগঙ্গা চা বাগান এবং চাকলাপুঞ্জি চা বাগানের অসহায় দরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের মধ্যে গ্রীষ্মকালিন সময়ে মশার হাত থেকে বাচাঁতে মশারী বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা এবং ইতিপূর্বে ১১ই ডিসেম্বর ২০২২ এবং ১৭ই জানুয়ারী ২০২৩ শ্রী মঙ্গল এবং সিলেটের কিছু চা বাগানের অসহায় শীতার্ত চা শ্রমিকদের মধ্যে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতবস্ত্র এবং ২২ জানুয়ারী লস্করপুর চা বাগানের নবনির্মিত উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান ও ওয়াল ঘড়ি এবং ফেব্রুয়ারী মাসে কালীঘাট চা বাগানের নবনির্মিত উচ্চ বিদ্যালয়ে আলমারি প্রদান করেছন সংগঠনের সদস্যরা।

    মশারী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উদ্দোক্তা লিটন মুন্ডা এবং পরিচালক শ্রী প্রসাদ চৌহান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শান্ত মৃধা, অমল উরাং, সাংবাদিক বাবলু তন্তবায় দীপু , সাংবাদিক ওম প্রকাশ বাউরি, প্রশান্ত ভট্টাচার্য, বিশ্বনাথ কর্মকার , কৃষান কর্মকার, মাখন কৃষ্ণা গোয়ালা, মুন্না কর্মকার, বলরাম বাউরী প্রমুখ।

    মশারী প্রদানের পর তাদের মনের অনুভূতি জানতে চাইলে বেশিরভাগ মানুষই তাদের মনের অবস্থা প্রকাশ করেন এবং বলেন বর্তমানে খাদ্যদ্রব্যের যে দাম তা আমরা ১৭০ টাকা মজুরিতে ৪/৫ জন কোনোভাবেই চলতে পারিনা, এবং মশারী কেনার মতো সামর্থ্যও আমাদের হয় না। বর্তমান সময়ে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং দোকান থেকে প্রতিদিন ১০ টাকা দিয়ে কয়েল কেনাও সম্ভব হয় না আমাদের। মানুষকে শুধু ভোট দিয়ে নেতা করি কিন্তু আমাদের পরিবারের মানুষগুলো যে কিভাবে দিন যাপন করে তা খোঁজ নেওয়ার মতো কারো যেনো সময়ই হয়না, আপনাদের আজ মনে হয় সৃষ্টিকর্তা পাঠিয়েছেন তা না হলে আমাদের মতো মানুষের খোঁজ আর কে নেয়? আপনাদেন সংগঠনের জন্য মন থেকে আর্শীবাদ করি যেনো এভাবেই মানুষের সেবা করে মানুষের মুখে হাসি ফোঁটাতে পারো আর আপনারা যারা এই সংগঠনে যুক্ত সকলই যেনো দীর্ঘজীবী হোন।

    “চা শ্রমিকদের সেবক” মূলত একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের মুল উদ্দেশ‍্য হচ্ছে সংগঠনে যুক্ত প্রত্যেক সদস্যদের কাছ থেকে তাদের প্রতি মাসে আয়ের উৎস থেকে মাত্র এক দিনের মজুরির টাকা প্রদানের মাধ‍্যমে অসহায় চা শ্রমিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং লক্ষ্য হচ্ছে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ‍্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরন বিতরন,গৃহহীনদের গৃহ নির্মান ও সংস্কার করা, চিৎকিসার জন‍্য আর্থিক সহায়তা প্রদান,প্রাকৃতিক দুর্যোগে খাদ‍্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ‍্যে আত্ম কর্মসংস্থানমুলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা।

    আরও খবর

    Sponsered content