• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে খতিয়ান ভুক্ত জমি খাস দেখিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করে মালিকনাধীন জায়গা দখলের পায়তারা

      প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৩:৩৮:০৯ প্রিন্ট সংস্করণ

    ক্রাইম বিশেষ প্রতিনিধি:

    বান্দরবান সদর উপজেলার, ০৪নং সুয়ালক ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ কবির আহামদ, পিতা-মৃত আব্দুস সালাম
    সাং-বাজার পাড়া, ০১নং ওয়ার্ড, ৩১৪ নং সুয়ালক মৌজা, উপজেলা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান পার্বত্য জেলা।

    ভুক্তভোগী বাদী কবির আহমদ প্রতিবেদককে জানান,বাজারের পূর্ব পাশে ৩১৪নং সুয়ালক মৌজার (বঙ্গপাড়া) নামক স্থানে ১২নং খতিয়ানের ০৩নং হোল্ডিংয়ের ১৫৪৩ দগের অন্দর ০.৩০ শতক জায়গা মনচন্দ্র তঞ্চঙ্গ্যা,পী: বঙ্গচন্দ্র এর কাজ থেকে ২০১২ সালে ক্রয় করি ও ভোগদখল করে আসছি। কিন্তু অভিযুক্ত বিবাদী ১-মোঃ নেছার আহামদ, পিতা-মৃত আব্দুল কাদের,
    ২- মোঃ নুর মিয়া,পিতা-মৃত আছাব মিয়া সর্বসাং-বঙ্গপাড়া, ০১নং ওয়ার্ড, ৩১৪নং সুয়ালক মৌজা, উপজেলা বান্দরবান সদর,জেলা বান্দরবান পার্বত্য জেলা।

    অভিযুক্ত ব্যাক্তিগণ ও তাদের পরিবারবর্গ’ গণ আমার ক্রয়কৃত জমি বিভিন্ন সময় জবর দখল করার চেষ্টা করে এক পর্যায়ে আমি কোন উপায় অন্তর খুঁজে না পেয়ে অসহায় অবস্থায় ২০১৪ সালে মাননীয় আদালতে মিস সি-আর মামলা ৬১/২০১৪ ফৌ: কার্যবিধি ১৪৫ ধারা দাখিল করি।

    পরবর্তীতে মাননীয় আদালত তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত রির্পোট ও স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণ সহ পর্যালোচনা করিয়া বিবাদীদের বিরুদ্ধে ১৪৫ ধারা বিধানমতে উক্ত জমিতে প্রবেশ নিষেধ প্রদান করেন। পরবর্তীতে আমি গাছের বাগান সৃজন
    করিয়া ভোগ দখলে থাকি। কিন্তু অভিযুক্ত ব্যক্তিগণ আমার অনুপস্থিতিতে আবার পুনরায় ২০২২সালে আমি ব্যবসায়িক কাজে চট্টগ্রামের বাহিরে অবস্থান করিলে পুনঃদখল করার চেষ্টা করে এবং উক্ত জায়গাকে খাস জায়গা বলিয়া তাদের নামে বরাদ্দকৃত সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘর নির্মাণের চেষ্টা করেন, যাহা ঘর তালিকা নং: ২২১। আমার পরিবার আমাকে বিষয়টি জানাইলে আমি মঠোফোনে অত্র ওয়ার্ডের ইউ.পি সদস্য, ইউ.পি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করি।

    এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। যাহা এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো সরকারি খাস জায়গায় নির্মাণের কথা থাকলেও কীভাবে অত্র এলাকার জন প্রতিনিধিগণ খতিয়ান ভুক্ত জায়গায় ঘরগুলো বরাদ্দের কাজে ও নির্মাণে সহযোগিতা করেছেন তাহা আমার ভোদগম্মে নহে।

    আমার প্রয়োজনীয় কাগজপত্রাদি পর্যালোচনা করিয়া ও তদন্ত পূর্বক সরেজমিনে পরিদর্শন করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ও আমি সুবিচারের পাওয়ার আকুতি জানাচ্ছি।

    বর্তমানে বিবাদী আমার জায়গার লোভে বিভিন্ন ভাবে আমাকে হয়রানিসহ দখলের পায়তারা অব্যহত রেখেছে। আমি এই ব্যাপারে দুষ্কৃতকারীদের কার্যক্রমে বাধাঁ প্রদান কিংবা প্রতিবাদ করিলে দাঙ্গা-হাঙ্গামা সহ রক্তক্ষয়ী সংর্ঘষ বাধিঁবার পরিবেশ সৃস্টি হয়েছে, যার ফলে যে কোন সময় এলাকায় নৈরাজ্যকর পরিস্থতি সৃষ্টি হতে পারে, হতা-হতের ঘটনা সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় তদন্তক্রমে বিবাদীদের অবৈধ কার্যকলাপ বন্ধে সৃষ্ট সমস্যার নিষ্পত্তি করতে আইন ও বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, মানবাধিকার কমিশন,সুশিল সমাজের নাগরিকগণ,আর্মি প্রশাসন, পুলিশ প্রশাসন,উচ্চ পদস্থ নেত্রীবৃন্দসহ সকলের নিকট ন্যায় বিচার পাওয়ার আকুল আবেদন জানাচ্ছি। এর ফলে মানুষ আইনের প্রতি আরো শ্রদ্ধশীল হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

    আরও খবর

    Sponsered content