• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

      প্রতিনিধি ৪ মে ২০২৩ , ১১:২৩:২০ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে খাদিজা বেগম (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আশরাফুল (৩০) ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছেন। বুধবার (৩ মে) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর (বেলের তল) গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত আশরাফুল ইসলাম(৩০) নামের যুবক সে ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে।

    সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, স্থানীয়দের খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    ওসি বলেন, গৃহবধূর স্বামী আশরাফুল একজন ভবঘুরে। নিয়মিত কাজ করে না। প্রায়ই সে খাদিজার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলত। এনিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া- বিবাদ হতো। আজ দুপুরেও বাজারে প্রকাশ্যে এসব নিয়ে তাদের ঝগড়া হয়েছিল। পরে সন্ধ্যার দিকে একই বিষয় নিয়ে আবারো তাদের ঝগড়া হয়।এরি ধারাবাহিকতায় একপর্যায়ে আশরাফুল খাদিজাকে শ্বাসরোধে হত্যা করে।

    এ ঘটনার পর থেকে অভিযুক্ত আশরাফুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

    অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content