• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আখাউড়া দিয়ে সব পণ্য আমদানির অনুমতি দেওয়ার সুযোগ নেই

      প্রতিনিধি ৬ মে ২০২৩ , ১২:০৭:৩২ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
    ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানির অনুমতি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। শনিবার (০৬ এপ্রিল) দুপুরে আখাউড়া স্থলবন্দরে স্থাপিত ব্যাগেজ স্ক্যানারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ভারত থেকে যে পণ্যগুলো আমদানির সুযোগ আছে- সেগুলোর তালিকা দিলে আমরা আমদানির অনুমতি দেব। তবে সব পণ্য আমদানির অনুমতি দিতে গেলে- আমদানি করা পণ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য যেসব সুবিধা প্রয়োজন, সেগুলো বন্দরে নেই।
    সেজন্য আমরা একসঙ্গে সব পণ্যের জন্য বন্দর খুলে দিতে পারি না। তবে যে পণ্যগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলোর অনুমতি আমরা অবশ্যই দেব।
    তিনি বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতকে নিজ দেশে পণ্য পরিবহনের সুযোগ দেওয়ায় বন্দর ও কাস্টমস রাজস্ব পাবে। পরিবহন খাতেও কিছু কর্মসংস্থান হবে। সড়ক ব্যবহারের জন্যও মাশুল পাব আমরা। সর্বোপরি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো হবে।
    এ সময় এনবিআর চেয়ারম্যানের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ ও আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানির অনুমতি রয়েছে, তার অধিকাংশই ত্রিপুরার বাইরের রাজ্য থেকে আনতে হয়। ফলে আমদানি খরচ ও শুল্ক পরিশোধ করে ভালো মুনাফা করতে পারেন না ব্যবসায়ীরা। এর ফলে সব ধরনের পণ্য আমদানির অনুমতি চান তারা।

    আরও খবর

    Sponsered content

    রাজশাহীতে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব -১৯ আন্তঃদেশীয় টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট

    নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা হবে ১৫ সেপ্টেম্বর

    কর্মসূচী উদ্বোধন করেছেন দীপংকর তালুকদার এমপি , রাঙামাটির ঘাগড়া-বড়ইছড়ি সড়কে লাগানো হবে ৩ হাজার বৃক্ষ

    তানোরে দারোগার মদদে বোরো খেতের ধান লুটের অভিযোগ

    জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাডা উপজেলা শাখা”র বিজ্ঞ সংবাদিকদের সম্মানে ইফতার ওদোয়া মাহফিল সম্পূর্ণ হয়েছে

    ঘিলাছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে লাউদাতো সি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কালে, উবাচ মারমা