• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    অনুমতি ছাড়াই ইনাতগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের গাছ কর্তন, এলাকাবাসীর ক্ষোভ

      প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৪:৫১:৫২ প্রিন্ট সংস্করণ

    মোঃ- মাহফুজ মিয়া, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধ

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের বড় চারটি গাছের ডাল অনুমতি ছাড়াই কর্তন করা হয়েছে। ইনাতগঞ্জ বাজার মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল শহিদ ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান এর মৌখিক নির্দেশে রোববার ( ০৭ মে) সকালে গাছগুলোর বড় ডাল-পালা কর্তন করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও স্হানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাঠা গাছের ডাল জব্দ করেন।

    জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজারে উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের দুই তলা ভবন রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে বেশ কিছু ফলদ ও বনজ গাছ রয়েছে। মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল শহিদ ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান গংরা এসব গাছ থেকে চারটি গাছের বড় ডাল কর্তন করেছেন। তবে গাছ কাটার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় বন বিভাগের কোন অনুমতি নেয়নি তারা। এর ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিলে

    নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, আমিসহ উপজেলা প্রশাসন বিষয়টি অবগত আছেন। একটু সময় লাগবে। অপেক্ষা করেন জানতে পারবেন।
    নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন, বিষয়টি জানতে পেরেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content