• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আবেগ

      প্রতিনিধি ৭ মে ২০২৩ , ১:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ

    লেখক আহমদ রেজা

    হতে চায় ধনি সাধ্য মিলে না খনি কেউ হয় আপন,আবার করে কেউ দফন,
    যাকে করবে আপন, সে ভাববে করছে বিনোদন।

    ঝুটি ছিলো মন,অল্পতে হল বিষাদ।
    কি করিবো অর্জন,যাকে নিয়ে ভাবি সারাক্ষণ।

    সে ভাবে খুজে তার দুর্বলতার কারণ।

    এটা হল দুনিয়ার নিতী, সার্থপরা করে সুযোগে ক্ষতি।

    নিজের পায়ে দাড়াতে গিয়ে হয়রানির হবে সম্মুখীন।

    দেখবে কেউ হবে না স্বজন।

    দুর দিনের সাথী, কষ্টের জোয়ারে পাও কিনার।
    পাবেনা কেউকে তুলতে কিনার। হবে না নির্ভর।

    ক্ষণিকের জীবন করবে সংগ্রাম দেখবে খুঁজে পাবে আমার আমি কে সারাক্ষণ।

    নিয়তি কে দিওনা দোষ সেই ছিলো ক্ষণিকের জোয়ার, ভাটা নিলো তীর ভীরলোনা আর কিনারে।

    আমার আমি হয়েছি চির নির্ভর।।
    সংক্ষিপ্ত।।…

    আরও খবর

    Sponsered content