• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    কলমাকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় আহত ৪

      প্রতিনিধি ৭ মে ২০২৩ , ১:৩৯:২৯ প্রিন্ট সংস্করণ

    আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের শিশুসহ চারজন আহত হয়েছে। শনিবার (৬ মে) বিকেলে উপজেলার পলাশহাটি গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন-পোগলা ইউনিয়নের পালাশহাটি গ্রামের মৃত শহর আলীর ছেলে আতাউর রহমান (৪১),আতাউর রহমানের স্ত্রী জোসনা খাতুন (২৫), ছেলে সানি খান (১২), তার মা আহের বানু (৯০)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকধীন রয়েছে।
    পরে এঘটনায় ওইদিন রাতে আহত আতাউর রহমান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন- সোহেল মিয়া (৩০), রবিউল (২০), আরশাদ মিয়া (৬০), মো. অলি মিয়া (৩০), খোরশেদ মিয়া (৫৫), লোকমান (২৫), শাহ আলম (২০), আল আমিন (২৫)।তাদের সবাই উপজেলার পোগলা ইউনিয়নের পালাশহাটি গ্রামের।
    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পলাশহাটি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে প্রতিবন্ধী কাজল মিয়া ও প্রতিবেশী আতাউর রহমানের মা এবং তার ছেলে বাড়ি ফেরার পথে রাস্তায় আক্রমণ করে। এ সময় আতাউর রহমানের স্ত্রী তাদেরকে উদ্ধার করতে গেলে প্রতিবন্ধী কাজল মিয়ার পরিবারের লোকজন আবারও হামলা চালায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
    কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

    আরও খবর

    Sponsered content