• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    সাহায্যের আবেদন মাহবুরের খাদ্যনালির পথ বন্ধ, প্রয়োজন এক লাখ টাকা

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৯:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ

    অভয়নগর (যশোর) প্রতিনিধি

    যশোরের অভয়নগরে দিনমজুর হতদরিদ্র মাহাবুরের (৪৫) খাদ্যনালির নির্গমন পথ বন্ধ হয়ে গেছে। খাদ্যনালির নির্গমন পথ তৈরি করতে প্রয়োজন এক লাখ টাকা। আর্থিক সহায়তা পেতে সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। মাহাবুর উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজার এলাকার হোসেন আলীর ছেলে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর প্রহর গুনছে দিনমজুর হতদরিদ্র মাহাবুর।
    চিকিৎসাধীন মাহাবুর বলেন, দিনমজুরের কাজ করতাম। ঠিকমত সংসার চালাতে না পারায় ডাক্তার দেখাতে পারিনি। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানান খাদ্যনালির পথ সম্পুর্ণ বন্ধ হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় একটি ছোট অপারেশন করে পাইপের মাধ্যমে তরল খাবার খাওয়ানোর ব্যাবস্থা করা হয়েছে। দ্রুত অপারেশন করাতে হবে। তিনি আরও বলেন, ডাক্তারের মতে ‘অপারেশন করাতে প্রায় এক লাখ টাকা খরচ হবে। যে টাকা আমার পক্ষে সংগ্রহ করা অসম্ভব। আমার অসুস্থতার কারনে সংসারের খরচ যোগাতে একমাত্র ছেলে লেখাপড়া ছেড়ে কাজে যোগ দিয়েছে। জমানো টাকা স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে এতদিন চিকিৎসার খরচ চালানো হয়েছে। এখন ওষুধ কেনার টাকা পর্যন্ত নেই।’
    মাহাবুরের অপারেশনের জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যাক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই আবেদন করেছে তার অসহায় পরিবার। আর্থিক সহায়তার জন্য মাহাবুরের নিজস্ব বিকাশ নম্বর-০১৯১৬-০৫১৬৪১।

     

    আরও খবর

    Sponsered content