• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবীতে রংপুর বিএমএসএফ’র প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

      প্রতিনিধি ৭ মে ২০২৩ , ১২:৩৯:২১ প্রিন্ট সংস্করণ

    শরিফা বেগম শিউলী,  বিশেষ প্রতিনিধি:

    সারাদেশের ন্যায় জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী এবং দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের উপর হামলা, মামলাসহ নানানভাবে নিপীড়নের প্রতিবাদে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার ( ৭মে ২৩) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রংপুর জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম রায়হান শাহ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং দৈনিক নবচেতনার রংপুর জেলা প্রতিনিধি শরিফা বেগম শিউলী, রংপুর জেলা কমিটির সভাপতি ও লাখোকণ্ঠের রংপুর ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম বাবলা, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি এবং বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন, সহ-অর্থ সম্পাদক ও দৈনিক মানববার্তার রংপুর প্রতিনিধি মেহেবুব পারভেজ সুমন, কার্যকরী সদস্য ও দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার রবিন চৌধুরী রাসেল, সদস্য ও দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার আহসান হাবিব মিলন, মেহেদী হাসান মুন, শফিকুল ইসলাম সাগর, এমডি আরিফ সাদিক প্রমুখ।

    স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জাতীয় গণমাধ্যম সপ্তাহ (১-৭) মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানিয়ে দেশে অন্যান্য দিবসগুলো যেভাবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় ঠিক তেমনি জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন এবং প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। এছাড়াও দেশের সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সব ধরনের বাঁধা, হয়রানি লাঘবে সংবাদকর্মীদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

    উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২০১৭ সাল থেকে দেশব্যাপী ৬ষ্ঠবারের মত জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে পালিত হলো।##

    আরও খবর

    Sponsered content