• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    জয়পুরহাটের পাঁচবিবিতে আশ্রয়ণের ঘরে আগুন, সব হারিয়ে নিঃশ্ব দশ পরিবার

      প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৪:১৮:২৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করা ১০ টি পরিবারের কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
    রবিবার (৭ মে) ভোরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার সকালে উপজেলার কেশবপুর গুচ্ছগ্রামের নাজমা বেগুমের ঘরে প্রথমে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে সেই আগুন মুহূর্তে ১০টি ঘরে ছড়িয়ে পড়ে।
    এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে আগুন নিভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভুক্তভোগীদের দাবি, ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তাদের ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, চাল ডাল, কাপড়সহ সবকিছু পুড়িয়ে ছাই হয়ে গেছে। এখন সব হারিয়ে আমরা ১০টি পরিবার নিঃশ্ব হয়েছি।
    পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রতন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে এর সূত্রপাত ঘটতে পারে।

    আরও খবর

    Sponsered content