• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ার হাবিলাসদ্ধীপে বিট পুলিশং সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৪:২২:২৭ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-

    ৭ মে রবিবার বিকালে পটিয়া উপজেলার হাবিলাসদ্ধীপ ইউনিয়নে ৪,৫ ও ৬নং বিটের সমন্বয়ে ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সামনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বিপিএম সেবা, বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফৌজুল কবির কুমার সভাপতিত্বে আয়োজিত বিট পুলিশং সভায় বক্তব্য রাখেন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, ৬নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
    মোঃ জাকারিয়া ডালিমসহ পটিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বদানকারী স্থানীয় ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক,মসজিদের ইমাম, গ্রাম পুলিশ, স্থানীয় জনসাধারণ ও বিট ইনচার্জ এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম, এসআই(নিঃ) উনুমং মারমা। উক্ত বিট পুলিশিং সভায় মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, নারী নির্যাতন, সাইবার অপরাধ, গরু চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া ও সমাজের নানা অপরাধ নিয়ে জনসচেতনামূলক আলোচনা করা হয়। উক্ত সময়ে সভায় উপস্থিত লোকজনদের মধ্যে হতে সমাজের নানাবিধ সমস্যা নিয়ে বক্তব্য প্রদানকারীদের বক্তব্য পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, পটিয়া থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত), পটিয়া থানা মনোযোগ সহকারে শ্রবণ করে তাৎক্ষণিক সমস্যা সমাধান প্রদানসহ অন্যান্য সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত বিট পুলিশিং সভায় সমাজের নানা স্তরের ২৫০ থেকে ৩০০ জন লোক অংশগ্রহন করেন। এই ধরনের বিট পুলিশিং সভার আয়োজন করে জনগনের কাছে গিয়ে জনগনের সমস্যা মনোযোগ সহকারে শুনে তাৎক্ষনিক সমাধান প্রদান সহ অন্যান্য সমস্যা সমাধানের দ্রুত উদ্দ্যেগ গ্রহন করায় উপস্থিত লোকজন সম্মানিত পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ বিপিএম, চট্টগ্রাম জেলা মহোদয়সহ অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল ও পটিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানান।

     

    আরও খবর

    Sponsered content