• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    দর্শনার নাস্তিপুর সীমান্তে মাজায় বাধা স্বর্ণের প্যাকেটসহ নদীতে লাফ পরে স্বর্ণ ও লাশ উদ্ধার

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ৩:৩৪:১২ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা নাস্তিপুর সীমান্তে মাজায় স্বর্ণের বারের প্যাকেট বেধে মাথাভাঙ্গা নদীতে লাফ দিয়ে নিরাপদে ভারতে যাওয়ার পথে ডুবে মারা গেছে ১ যুবক,পরে স্বর্ণ ও লাশ উদ্ধার হয়েছে।
    রবিবার বিকাল ৪ টার দিকে দামুড়হুদার নাস্তিপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে মিরাজ(১৭) কোমরে স্বর্নের প্যাকেট বেঁধে সীমান্তের ওপার ভারতে যাওয়ার উদ্দেশে নদীতে লাফ দিয়ে প্রায় দু ঘণ্টা নিখোঁজ হন।পরে ভাসতে না দেখে দু ঘণ্টা পর সন্ধ্যার পর স্থানীয় ঘাট মোড়ে লাশটি ভেসে উঠলে গ্রামবাসী উদ্ধার করে ডাঙ্গায় তোলে।
    গ্রামবাসীরা জানান, মিরাজ বিকালে সহকর্মীদের নিয়ে নাস্তিপুর ঘাটের কাছে অপেক্ষা করতে দেখা যায়। সুযোগ বুঝে মেরাজ তার মাজায় বাধা প্যাকেটে স্বর্ণের বার নিয়ে সীমান্তের ওপার ভারতে যাওয়ার উদ্দেশে নদীতে লাফ দেয়। সাতার ভাল না জানায় ও স্বর্ণের বার বেশি ওজনের কারণে আর উঠতে না পেরে নিখোঁজ হন।এদিকে লাশ ডাঙ্গায় তোলার পরপরই স্থানীয় ক্যাম্পের বিজিবি-ও দর্শনা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তার মাজায় বিশেষ ব্যবস্থায় বাধা স্বর্ণের বার উদ্ধার করে। ঘটনার তদন্তকারি কর্মকর্তা দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান জানান ৮টি বড় ও ২টি ছোট সাইজের স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে।
    চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান স্বর্ণ পাওয়া গেছে, তবে ব্যাটালিয়নে নিয়ে ওজন না করে সঠিক ভাবে বলা যাবে না। দর্শনা পুলিশ সন্ধ্যা ৭টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।

    আরও খবর

    Sponsered content