• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    ইভটিজিং এর দায়ে১ মাসের কারাদন্ড কলেজ শিক্ষার্থীর

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৮:১৫:৪০ প্রিন্ট সংস্করণ

    এস এম মনিরুজ্জামান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

    রবিবার (৭ মে) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইভটিজিং এর দায়ে কলেজ শিক্ষার্থীর ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    জানা গেছে, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী কলেজ থেকে বাড়ী ফেরার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকে শাহরিয়ার হোসাইন চমক (২০)

    ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে ( পুরাতন থানা পাড়া) ওই শিক্ষার্থীর গতিরোধ করে চলন্ত অটো রিকসায় ঝাপিয়ে উঠে শাহরিয়ার হোসাইন চমক(২০) এবং তাকে উত্যক্ত করার চেষ্টা চালায়।

    এসময় মেয়েটি চিৎকার করলে এসএসসি পরীক্ষায় ডিউটিরত ভূরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম ও গ্রাম পুলিশরা এসে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় বখাটে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
    আটককৃত শাহরিয়ার হোসেন চমম (২০) উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া পাড়ের হাসপাতাল পাড়ার মিন্টু মিয়ার পুত্র এবং ভূরুঙ্গামারী সরকারী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র। মেয়েটিকে সে তার স্ত্রী দাবী করলেও কোনো প্রমাণ দিতে পারেনি।

    কলেজ পড়ুয়া ছাত্রীকে হেনস্থা করার সংবাদ ছড়িয়ে পড়লে সম্মিলিত শিক্ষক পরিষদের নেতারা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে এবং ঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন।
    ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐ যুবককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content