• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    নওগাঁর আত্রাই পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৫:০২:৩৩ প্রিন্ট সংস্করণ

    সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

    নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের কালীগ্রাম পরগনার নিজস্ব জমিদারি পতিসরে নানা আয়োজনের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকীর মুল অনুষ্ঠান নওগাঁর পতিসরে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে নওগাঁর পতীসরে ঢল নামে রবীন্দ্র ভক্তদের। দিনটি উদযাপনে কবির স্মৃতিবিজড়িত পতিসর কাচারী বাড়ি প্রাঙ্গনে ছুটে যান ভক্তরা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগীতায় সেখানে তিনদিন ব্যাপী জাতীয় পর্যায়ের উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। তিন দিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনে বিকেলে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
    এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদুজ্জামান সরকার,সংসদ সদস্য,নওগাঁ-২, ইমাজ উদ্দিন প্রামাণিক, সংসদ সদস্য নওগাঁ-৪,ছলিম উদ্দিন তরফদার সংসদ সদস্য, নওগাঁ-৩,ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, সংসদ সদস্য,নওগাঁ – ৫, আনোয়ার হোসেন হেলাল, সংসদ সদস্য নওগাঁ -৬, প্রফেসর ড, মোঃ শাহ আজম, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, খালিদ মেহেদী হাসান,জেলা প্রশাসক ,নওগাঁ, রাশিদুল হক, পুলিশ সুপার, নওগাঁ। আলোচনা সভায় রবীন্দ্রনাথ আমাদের প্রেরণার উৎস। কৃষি ভাবনা থেকে কৃষি ঋণ চালু করেছিলেন। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রস্তাব করলে প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে
    দেখবেন। কবি গুরুর স্থাপনা সংরক্ষণে ভবিষ্যতে সরকার আরো যত্নশীল হবে। আমি জাতীয় পর্যায়ে ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

    আরও খবর

    Sponsered content