• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে, তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৫:১৫:০০ প্রিন্ট সংস্করণ

    রিজভী নাঈম শুভ, কুলনা প্রতিনধি:

    রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম গ্রহণ করেন কলকাতার জোড়া সাগর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ই মে।

    রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র ২২ বছর বয়সে, খুলনার দক্ষিণ ডিহি গ্রামের মেয়ে ভবতারিনী দেবের সঙ্গে ১৮৮৩ সালে বিবাহ করেন। সেই ধারাবাহিকতায় আজ তার শ্বশুর বাড়িতে তার জন্ম উপলক্ষে, 172 তম জন্মদিনের আজ প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। এটা তিন দিন অব্যাহত থাকবে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে।
    খুলনা বিভাগীয় পুলিশ এছাড়া র‍্যাব, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা বিভাগের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত আছেন।
    অনুষ্ঠানে কোন বিশৃঙ্খলা যেন না হয় সেই জন্য পুলিশ খুব কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন।তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, দেশের বিভিন্ন গুণী শিল্পীরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খুলনা জেলা প্রশাসন খুব সুন্দর ভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন।

     

    আরও খবর

    Sponsered content