• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ২:২৯:২৯ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার :

    বান্দরবান সদর উপজেলার ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ এর ২০২৩-২০২৪অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট অধিবেশন ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে ৭মে রবিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা এর সভাপতিত্বে ও ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের সচিব বোধিসত্ত্ব বড়ুয়া এর সঞ্চালনায় উম্মুক্ত বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল সাওদাগর।

    এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৩নং বান্দরবান সদর ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য বিরল তঞ্চঙ্গ্যা (প্রকাশ বিরলাল), ২নং প্যানেল চেয়ারম্যান ও ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মিসেস প্রুসাং থুই মারমা, ৩নং প্যানেল চেয়ারম্যান ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ হানিফ, সচিব সহকারী ও ইউপি হিসাব রক্ষক মাসরুবা তাসনিম তনিমা,পরিবার পরিকল্পনা বিভাগের ভিজিটর মোঃ দেলোয়ার, সমাজসেবা বিভাগের ভিজিটর ফাতেমা বেগম, অন্যান্য লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধিবৃন্দ, ৩নং বান্দরবান সদর ইউপি’র ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মিসেস প্রুসাং থুই মারমা, ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার পুষ্পবতী তঞ্চঙ্গ্যা, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মিসেস মিচিং প্রু মারমা (মেয়ই), ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম,২নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈ সিং মারমা, ৪নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য অজিত তঞ্চঙ্গ্যা, ৬নং ওয়ার্ডে তৃতীয় বারের মতোনির্বাচিত ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা, ৭নং ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য মনছুর আলম, ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য চনুমং মারমা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গং বুসে মার্মা (পুলু),গ্রাম পুলিশগন, সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার পাড়া কারবারী,এলাকার প্রবীন মুরব্বী স্থানীয় জনসাধারণ সচেতন নারী ও পুরুষ সকল পেশার মানুষ উম্মুক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

    সভাপতির বক্তব্যে ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা বলেন, আজ আমার ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ বাসীর জন্য এই ২০২৩-২০২৪অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সভা,আমাদের বাৎসরিক আয় ও ব্যায় হিসাব তুলে ধরা হয়েছে। রাজস্ব আয় হিসাবে ধরা হয়েছে ১৬ লক্ষ ৫১ হাজার টাকা, আর উন্নয়ন আয় ধরা হয়েছে ১কোটি ২৫ লক্ষ ৮৫ হাজার উভয়ই মিলে মোট ১কোটি ৪২ লক্ষ ৩৬ হাজার টাকা মাত্র। আমরা বসতবাড়ী,ব্যবসা প্রতিষ্ঠান,বিভিন্ন কৃষি পণ্য,গৃহ পালিত পন্য, বিভিন্ন ফসল এর উপর যে কর বা টেক্স ধার্য করেছি,তার উপর ইতিমধ্যে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত পেশ করেছেন,তা আমরা বিবেচনায় এনে পরবর্তীতে সংসুধন করা হবে। আপনারা এলাকার কোথায় কি কি সমস্য,জনগণের কি কি প্রয়োজন আছে তা আপনারা ইতিমধ্যে তুলে ধরেছেন,আমরা এলাকার উন্নয়নে বিশ্বাসী,এলাকার রাস্তা-ঘাট, মসজিদ- মাদ্রাসা, খিয়াং-মন্দির,স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সর্বপরি জনগণের উন্নয়ন করা আমাদের লক্ষ্য ও উদ্যোশ্য। এই উন্নয়নে আপনারাও অংশিদার,আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ,রাষ্ট্র গড়ে তুলি,উন্নয়নমূলক রাষ্ট্র গড়তে আমরা সরকারকে সহযোগিতা করি। সভায় সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content