• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পানি মিলছে ৭০০ শত বছর পুরাতন নলকূপে কাতালপীর মাজার সম্মুখস্থ নলকূপে

      প্রতিনিধি ১১ মে ২০২৩ , ৮:০৩:০৪ প্রিন্ট সংস্করণ

    চট্রগ্রাম জেলা প্রতিনিধি আহমদ রেজা

    এবার চট্রগ্রাম সকল স্তরে যদি পানি হা হা হা কার সংকট মুকর মিলছে পানি পীরের মাজারে দারগাহ অলৌকিক ঘটনা।
    এটি অবস্থিত মুরাদ পুর সড়কের বিপরীতে পাঁচলাইশ থানায় আওয়াতায়দীন কাতাল পীরের মাজার শরীফ কাতাল গঞ্জ,চট্রগ্রাম। হযরত কাতালপীর শাহ (রহ.)’র দরগাহ ও সম্মুখস্থ নলকূপটি প্রায় ৭০০ বছরের পুরাকীর্তি ও তাঁর জ্বলন্ত এক কারামত! বারো আউলিয়ার অন্যতম হযরত কাতালপীর শাহ (রহ.) প্রায় ৭০০ বছর পূর্বে পারস্য হতে এদেশে ইসলাম প্রচারের জন্য আগমন করেন। চট্টগ্রামের, পাঁচলাইশ থানার, কাতালগঞ্জ নামক যে স্থানে তাঁর দরগাহ শরীফ অবস্থিত এটির নাম হযরত কাতালপীর শাহ (রহ.)’র নামানুসারেই প্রসিদ্ধ লাভ করে। তাঁর মাজার শরীফকে কেন্দ্র করে পাশে গড়ে উঠে একটি মসজিদ যা কাতালগঞ্জ বড় মসজিদ নামে পরিচিত। দরগাহ ও মাজারের সামনে রাস্তার পাশের টিবওয়েলটি প্রত্নতত্ববিদদের মতে প্রায় ৭০০ বছরের পুরানো কীর্তি। এই নলকূপ থেকে এলাকার মানুষ ৭০০ বছর ধরে পানি পান করে আসছে। অনেকেই দূরদূরান্ত থেকে এসে বরকতের নিয়্যতে পানি সংগ্রহ করে নিয়ে যান। স্থানীয় লোকদের থেকে জানা যায় এক সময়ে কাছাকাছি দূরত্বে টিউবওয়েলটি সরিয়ে নিয়েছিলেন তারা। কিন্তু সেখানে তারা কোনো পানি না পাওয়ায় আবার আগের জায়গাতেই টিউবওয়েলটি স্থাপন করেন। এরপর থেকে আর এই টিউবওয়েলের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। কাতালগঞ্জ, সুগন্ধা আবাসিক এলাকার মানুষ ওয়াসার পানির সঙ্কটে পড়লে তখন এই নলকূপ থেকেই পানি সংগ্রহ করে থাকে। বর্তমানে ওয়াসার পানি লবনাক্ত হযে পড়ায় আশেপাশের মানুষের কাছে এই নলকূপটি শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই নিয়মিত বিভিন্ন বাসায় এই নলকূপের পানি সরবারহ করে মাসে ৪-৫ হাজার টাকা রোজগার করেন। এভাবে চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ওলী আল্লাহদের মাধ্যমে আবাদ হয় আর পথহারা মানুষ সন্ধান পায় শান্তির ধর্ম ইসলামের। যাঁদের মাধ্যমে আমদের ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য হয়েছে আল্লাহ তা’আলা যেন তাঁদের উঁচু মকাম দান করেন আর তাঁদের উসিলায় আমাদের ঈমান আমল হেফাজত করেন।

    আরও খবর

    Sponsered content