• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    পঞ্চগড়ে ৫৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

      প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ২:১০:৩৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মেহেদী হাসান, সংবাদদাতা:

    পঞ্চগড়ে ৫৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। একটি বেসরকারি ইলেকট্রনিক্স কোম্পানির বাংলাদেশ ব্রাঞ্চের সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্রিয়েটিব চাইল্ড আমরাই করবো জয়’ সংগঠনের আয়োজনে এ চেয়ারগুলো বিতরণ করা হয়।এসময় এক প্রতিবন্ধী’র অভিভাবক সংগঠকদের বলেন, তখনই এক প্রতিবন্ধি শিশুর মায়ের অশ্রুসিক্ত নয়নে আবেগ মাখা গলায় মাথায় হাত বুলিয়ে বলছিল “”বাবা তুই মোর বাপ গে, তুই মোর বাপ! তুই নিজে যায় মোর ছুয়াডাক খুজে বাইর করে হুইল চেয়ারখান দিলো মোর ছুয়াডা এলা আলো বাতাসে বেরাবা পারিবে।আল্লাহ তোর ভালো করিবে।””অনুষ্ঠানে মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটি ইলেকট্রনিক্স কোম্পানির ব্রাঞ্চের হেড অফ কর্পোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসান।এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, একটি ইলেকট্রনিক্স কোম্পানির অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩ অ্যাম্বাসেডর আব্দুল্লাহ রনি, ‘ক্রিয়েটিব চাইল্ড আমরাই করবো জয়’ সংগঠনের সভাপতি বাবলুর রশিদ বাবলু, রোভার স্কাউটস পঞ্চগড় জেলার সিনিয়র রোভারমেট প্রতিনিধি সোলাইমান আলী প্রমুখ। অনুষ্ঠানের অতিথিরা কয়েকজন স্বেচ্ছাসেবী সংগঠকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া আয়োজকের পক্ষ থেকেও অতিথিদের সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা বিশেষ চাহিদা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

    আরও খবর

    Sponsered content