• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩ চ্যাম্পিয়ন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৫:২৪:১৫ প্রিন্ট সংস্করণ

    আবিদ উল্যাহ জাকের, স্টাফ রিপোর্টার:

    বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর আয়েজনে ঐতিহাসিক সরকারী মাদ্রাসা-ই-আলিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত ১ম বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩ এ চাম্পিয়ন হলো তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা।

    দেশের ৬৪ টি জেলার শ্রেষ্ঠ ৮৫টি মাদরাসা থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের প্রত্যয়পূর্ণ অংশ গ্রহনে জমকালো আয়োজন করা হয় বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলার।

    প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ। পরিদর্শন শেষে প্রধান অতিথি সেমিনারে যোগদান করেন। মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক জনাব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে ডাঃ দীপু মনি বলেন, আমি প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছি। সময় সুযোগ থাকলে প্রত্যেকটা প্রজেক্ট ঘুরে ঘুরে দেখতাম। শিক্ষা মন্ত্রী তার বক্তব্যে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রজেক্টের উদাহরণ দিয়ে বলেন মাদরাসা শিক্ষার্থীরা যে বিজ্ঞানের এতো গভীর বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এইয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্ট না দেখলে বুঝতে পারতাম না। তাদের প্রজেক্ট অসাধারণ হয়েছে। বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন।

    মেলায় চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। ২য় স্থান অর্জন করে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, ৩য় স্থান অর্জন করে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ৪র্থ হয় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা, ৫ম – খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ৬ষ্ঠ ঝালকাঠি এনএস কামিল মাদরাসা, ৭ম – রংপুর ধাপসাতগড় কামিল মাদরাসা।

    তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার পক্ষে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মাদ্রাসার সূযোগ্য অধ্যক্ষ বরেন্য শিক্ষাবিদ জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শায়খূল হাদীস প্রফেসর ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান।

    উল্লেখ্য মেলায় অংশগ্রহণকারী সকলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা এবং বিভিন্ন মাদরাসার অধ্যক্ষমন্ডলী উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content