• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    সাতখামার আলিয়া মাদ্রাসায় এতিমের টাকা নয় ছয়

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৬:৫৩:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

    পঞ্চগড়ের বোদা পৌর এলাকাধীন আটোয়ারী উপজেলার সাতখামার আলিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ এতিমের টাকা নয় ছয় এর অভিযোগ উঠেছে। রবিবার সরেজমিনে দেখা যায়, সাতখামার আলিয়া মাদ্রাসার এতিমখানায় এতিম আছে আলিম ১ম বর্ষের শিক্ষার্থী আল আমিন নামের একজন। দুঃস্থের মধ্যে দশম শ্রেণির তৈয়ব, আলিম ২য় বর্ষের রিমন, সপ্তম শ্রেণীর ফাহিম, ফাজিলের তানভীর এবং আল-আমিন সহ পাচঁ জন সেখানে থাকে এবং সরকারী বরাদ্দের টাকায় খাওয়া দাওয়া করে। সব মিলিয়ে এতিম এবং দুস্থ সর্বমোট পাচঁ জনকে সেখানে পাওয়া যায়। শিক্ষার্থীরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, পাচঁ জন শিক্ষার্থী সহ সেখানে থাকা ইবতেদায়ী শিক্ষক আলিনুর রহমান শিক্ষার্থীদের সাথে খাওয়া দাওয়া করে। জানা যায়, একজন এতিমকে মাসে দুই হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। বছরে একজন এতিমের জন্য বরাদ্দ আসে ২৪ হাজার টাকা। এর মধ্যে খাবার বাবদ দেয়া হয় ১ হাজার ৬০০ টাকা, পোশাকের জন্য ২০০, ওষুধ ও অন্যান্য বাবদও সমান বরাদ্দ দেয়া হয়। আটোয়ারী উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, সাতখামার আলিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এতিমখানায় প্রতি মাসে দশ জন এতিমের টাকা বরাদ্দ আসে। জন প্রতি দুই হাজার টাকা করে হলে দশ জনের মাসিক বরাদ্দ আসে ২০ হাজার টাকা। সেখানে থাকা পাচঁ ছাত্রের খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ বাবদ খরচ হয় দশ হাজার টাকা। বাকি পাচঁ জনের মাসিক দশ হাজার টাকা/বাৎসরিক এক লক্ষ বিশ হাজার টাকা কোথায় যায় ? মুঠোফোনে এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদেমুল ইসলাম বলেন, টাকা ব্যাংক একাউন্টেই থাকে। এখন পর্যন্ত কত টাকা ব্যাংক একাউন্টে জমা আছে জানতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন। ম্যানেজিং/এডহক কমিটি না থাকায়, মাদ্রাসার শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ মাজহারুল ইসলামকে ফোন দেওয়া হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সাতখামার আলিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এ ১০ জনের ২০ হাজার টাকা প্রতিমাসে বরাদ্দ হয় এটা নিশ্চিত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেগম বিলকিস আখতার জাহান।

    আরও খবর

    Sponsered content