• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    সাদুল্লাপুরে আইপিএম কৃষক মাঠ স্কুলের উদ্বোধন

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১২:৫৯:০১ প্রিন্ট সংস্করণ

    শেখ নাসির আহমেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প’র আওতায় আইপিএম কৃষক মাঠ স্কুলের উদ্ভোদন করা হয়েছে।

    ১৫মে সোমবার সকালে রসুলপুর ইউনিয়নের বড়দাউদপুর গ্রামে বাছাইকৃত ২৫ জন কৃষক ও কৃষাণীদের নিয়ে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প’র আওতায় আইপিএম কৃষক মাঠ স্কুলের উদ্ভোদন করা হয়।

    ব্যতিক্রমী এ মাঠ স্কুলে সকাল থেকে কৃষকরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
    কৃষকদের ফসল উৎপাদনে আরো বেশি দক্ষ ও কৌশলী করে গড়তে মাঠেই তাদের হাতে কলমে প্রশিক্ষণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাহাবুবুল আলম বসুনিয়া, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার উপ-সহকারী কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, মোঃ তৌহিদুর রহমান প্রমূখ।

    এসময় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ও আধুনিক, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্বন্ধে শিক্ষা দেয়া হয় এবং পরিচয় করানো হয় উচ্চ ফলনশীল ফসলের জাতের সঙ্গে।

    প্রশিক্ষকরা জানান, কৃষকদেরকে মাঠে গিয়ে তাদের চাষাবাদে নিরাপদ ও আধুনিক পদ্ধতি শিক্ষা দিয়ে স্বল্প খরচে অধিক মনাফা লাভ, নিরাপদ ফসল উৎপাদন সহ সুখী, সমৃদ্ধ ও সুস্থ সুন্দর বাংলাদেশ গড়াই এ মাঠ স্কুলের প্রধান লক্ষ্য।
    এর মাধ্যমে কৃষকরা ক্ষতিকারক রাসায়নিক সার ও কিটনাশক ছাড়াই পরিবেশবান্ধ কৌশলে উচ্চ ফলনশীল জাতের ফসল উৎপাদন করতে পারবে।
    এ স্কুলে প্রশিক্ষকরা কৃষক ও কৃষাণীদের রাসায়নিক সারের অধিক ব্যাবহারের কুফল সম্পর্কে শিক্ষা প্রদান সহ সঠিক নিয়মে কৃষি ফসল উৎপাদনে বিভিন্ন বিষয়ে নিরক্ষর কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ দেন।

    এ মাঠ স্কুল প্রতি সপ্তাহে ১দিন করে ১৪ সপ্তাহ ব্যাপী ১৫জন কৃষক এবং ১০জন কৃষাণীদের নিয়ে স্কুলের ক্লাস চলবে। প্রশিক্ষণ শেষে প্রতি কৃষক ও কৃষাণীকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সনদ পত্র প্রদান করা হবে।

    আরও খবর

    Sponsered content