• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ফুলছড়ি বালাসি ঘাটে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

      প্রতিনিধি ৯ জুলাই ২০২৩ , ৮:৪৬:৫০ প্রিন্ট সংস্করণ

    মো:সৈকত জামান প্রিন্স,ফুলছড়ি-গাইবান্ধা:

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশি ঘাট হতে ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ মোঃ শামিম শেখ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ । শনিবার (৯ জুলাই) দুপুরে মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ফুলছড়ি থানা পুলিশ জানায়, শনিবার রাত ২.৩০ টায় তাদের একটি অভিযানিক দল পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) ও অফিসার ইনচার্জ, ফুলছড়ি থানার তত্ত্বাবধানে ফুলছড়ি থানার জিডি নং-২৯৬, তারিখ- ০৮/০৭/২০২৩ ইং মূলে এসআই(নিঃ)/মোঃ শামিদুল্যাহ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালীন ফুলছড়ি থানাধীন ১নং কঞ্চিপাড়া ইউপিস্থ বালাসী টু গাইবান্ধাগামী রাস্তার বালাসী রেলগেটে চেকপোষ্ট করাকালীন রাত্রী অনুমানিক ২.৪০ ঘটিকার সময় গাইবান্ধার দিক হইতে ০১টি সিলভার রংয়ের প্রাইভেট কার গাড়িকে থামানোর সংকেত দিলে প্রাইভেট কারটি না থামিয়া দ্রুত বালাসী ঘাটের দিকে পালাইয়া যাইতে থাকিলে অফিসার ও ফোর্সসহ প্রাইভেট কারটির পিছে পিছে ধাওয়া করিয়া বালাসী ফেরীঘাট টার্মিনালের ২নং গেটের সামনে পাঁকা রাস্তার উপর প্রাইভেটকারটি সহ ১। মোঃ শামীম শেখ (৩০), পিতা-মোঃ আব্দুল রহিম, মাতা-সুরিয়া বেগম, গ্রাম-চর পোলী, থানা ও জেলা-টাঙ্গাইলকে আটক কালে অপর একজন ব্যক্তি পালিয়ে যায়। অতঃপর আটককৃত ব্যাক্তিকে পালানোর বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পলাতক ব্যক্তির নাম মোঃ আবুল কাশেম, পিতা হযরত আলী, গ্রাম- অনন্তপুর ভেল্লী তল, থানা- ফুলবাড়ি, জেলা- কুড়িগ্রাম বলিয়া জানায়। এবং গ্রেফতারকৃত মোঃ শামীম শেখের দেখানো মতে আটককৃত প্রাইভেট কারটি তল্লাশী করিয়া প্রাইভেট কারের পিছনে ব্যাক ডালায় লাল-হলুদ রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো এবং বিশেষ কায়দায় সাদা টেপ দ্বারা প্যাচানো ০৮টি পোটলা হইতে ৪০ (চল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান (৪০x২০,০০০) = ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি সিলভার রংয়ের F PREMIO প্রাইভেট কার, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১৭-২৬৯৫, ব্যবহৃত ০১টি VIVO মোবাইল ফোন, যাহার IMEI- ৮৬006204522925৮, মোবাইল নম্বর-০১৭৯২৪৮৬৩১৬ উদ্ধার পূর্বক ইং ০৯/০৭/২০২৩ খ্রিঃ – ০৩.৩০ ঘটিকার সময় উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ফুলছড়ি থানার মামলা নং- ০৩, তারিখ ০৯/০৭/২০২৩ খ্রিঃ। ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১), সরণীর ১৯(গ)/৪১/৩৮। প্রেস ব্রিফিংএ সময় উপস্থিত ছিলেন মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। জনাব আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রজ্জব আলী।ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রজব আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ শামিম শেখ দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content