• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নোয়াখালীতে নিরাপদ খাদ্য গ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

      প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ১১:৪৪:১৬ প্রিন্ট সংস্করণ

    নোয়াখালী জেলা প্রতিনিধি:

    নোয়াখালীতে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এর উদ্যোগে Prevention of Food Adulteration to ensure Food Safety শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।১৭ মে নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। নোয়াখালী জেলা সিভিল সার্জন ডঃ মাসুম ইফতেখার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার জনাব কে এইচ আশিকুর রহমান, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী, জেলা নিরাপদ খাদ্য অফিসার আফিফা ছিদ্দিকা,পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, স্বাচিপ নোয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি। এছাড়াও সরকারি বেসরকারি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী সহ অন্যন্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন। বক্তাগন ভেজাল খাদ্য প্রতিরোধে ভোক্তা এবং উৎপাদন ও বিপননের সাথে জড়িত সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সুস্থ সবল জাতি গঠনে ভেজাল খাদ্য পরিহার করে নিরাপদ খাদ্য গ্রহন ও নিরাপদ খাদ্য গ্রহনের পথকে সহজলভ্য করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পাওয়া জনগনের মৌলিক অধিকার বলে মতামত প্রকাশ করা হয়। নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার তার বক্তব্যে ভেজাল খাদ্য প্রতিরাধে সরকারের নানান উদ্যোগের তথ্য তুলে ধরে সকলকে ভেজাল খাদ্য প্রতিরোধে সেচেতনতা সৃষ্টিতে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করার আহ্বান জানান। কনসাল্টিং ফার্ম গ্লোসি মিডিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও সিভিল সার্জনের কার্যালয় এর কর্মকর্তাদের সহযোগিতায় কর্মশালটি বাস্তবায়িত হয়। এছাড়াও Awareness Building Campaign এর অংশ হিসাবে স্থানীয় জনবহুল বাজারে বিভিন্ন দোকান, বেকারী, হোটেল সহ জনগনের মাঝে সচেতনতামূলক সংগীত পরিবেশন করে লিফলেট বিতরন করা হয়।

    আরও খবর

    Sponsered content