• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    পাইকগাছায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’র জমিতে যেতে বাঁধা প্রদানের অভিযোগ

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ২:২৮:৫০ প্রিন্ট সংস্করণ

    মোঃ শফিয়ার রহমান পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

    খুলনার পাইকগাছায় ভিটেবাড়ীর গাছের আম পাড়াকে কেন্দ্র করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্যানেল চেয়ারম্যানের পরিবার ও প্রতিপক্ষের মধ্যে মারপিটের ঘটনায় এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল ও প্রতিপক্ষ বিধান মন্ডলের পরিবার একে অপরকে দোষারোপ করেছেন। গড়ইখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল অভিযোগ করেন একই গ্রামের বিধান মন্ডল গংরা তঞ্চকি দলিলে আমার বসত ঘর ও গাছপালা বেষ্টিত ভিটেবাড়ীর জমি অবৈধভাবে দখলের পাঁযতারা করে আসছেন।

    সরেজমিনে জানাগেছে, গড়ইখালীর হোগলারচকের মৃতঃ বল্লভ মন্ডলের মেয়ে ভবানী রানী মন্ডল ( স্বামী অমুল্য মন্ডল) এর কাছে থেকে স্থানীয় মৃতঃ বাবুরাম মন্ডলের ছেলে গড়ইখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান শরৎ চন্দ্র মন্ডল এস,এ ১১৬,১১৫ ও ৩৯ খতিঃ সাড়ে ৪৩ শতক জমি ক্রয় করেন। যার কোবলা দলিল নং- ১৮২৯, তাং-৭-৭-২০১৪ সালে রেজিঃ হয় ও বি,আর,এস খতিয়ান-৩০৭ ৩০৮ ও ৩০৯ ও দাগ নং-১১৩৭,১১৪৯,১১৩৮,১১৭২,দাগের ২,১১ শতক জমির মধ্যে ক্রয়কৃত সম্পত্তি সাড়ে ৪৩ শতক। যার নামপত্তনসহ এ পর্যন্ত কর-খাজনাও পরিশোধ রয়েছে।
    অন্যদিকে এ খতিয়ান থেকে একই গ্রামের মৃতঃ বিশ্বনাথ মন্ডলের ছেলে বিধান মন্ডল গত ২৬-৭-১১ সালে ৩০৪৬ নং কোবলা দলিলে ২০ শতক জমি ক্রয় করে দখলের চেষ্টা করলে দু’পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।
    অনুসন্ধ্যানে জানাগেছে, উল্লেখিত খতিয়ানের জমির স্বত্ত্ব নিয়ে এরই মধ্যে গড়ইখালীর মোজারুল গাজী ও বিধান মন্ডলের মধ্যে খুলনার অতিঃ জেলা প্রশাসক ( রাজস্ব) আদালতে মিস ১২/২০১৫ মামলা দায়ের হয়। মোজাহারুল গাজীর নিকট থেকে নোটারী পাবলিক আমমোক্তার নামা গ্রহিতা হিসেবে শরৎ চন্দ্র মন্ডল এ মামলায় পক্ষভুক্ত হয়। শুনানাীন্তে মামলায় বিধান মন্ডল হেরে যান। এ আদেশের বিরুদ্ধে বিধান মন্ডল অতিঃ বিভাগীয় কমিশনার ( রাজস্ব) আদালতে মিস আপিল ১১/১৮ নং মামলা দায়ের করেন। দো-তোরপা শুনানীন্তে গত ২২-৩-২১ তারিখে অতিঃ বিভাগীয় কমিশনার ( রাজস্ব) সুভাষ চন্দ্র সাহা তার আপিল আবেদন না মঞ্জুর করেন।

    এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা ও প্যানেল চেয়ারম্যান শরৎ চন্দ্র মন্ডল জানান, আমার ক্রয়কৃত ভিটেবাড়ীর জমিতে আম,তেঁতুল, নারিকেল গাছসহ বসত ঘর রয়েছে। তিনি অভিযোগ করেন, বিধান মন্ডল একটি তঞ্চকি দলিলে তার বাড়ী ঘেষা উল্লেখিত খতিয়ানের ২০ শতক জমি ক্রয় দাবি করে বাব-বার আমার জমিতে যেতে বাঁধা দিচ্ছে। ইতোপূর্বে এ সম্পত্তি দখল করতে ব্যর্থ হলে বিধান পরিবারের হাতে লাঞ্ছিত হয়েছি। সর্বশেষ গত রবিবার সকালে দু’জন শিশু ছেলের সাথে করে আমার ছেলে কিংশুক গাছের আম পেড়ে ফিরে আসার মুহুর্ত বিধান ও তার স্ত্রী শিউলী বাঁধা দিয়ে গালমন্দ ও উপুর্যপুরি মারপিট করে আহত করেন। এ অভিযোগ সম্পর্কে বিধান মন্ডলের স্ত্রী শিউলী মন্ডল জানান,আমার বাড়ী লাগোয়া ২০ শতক জমি ক্রয় করে দখলে যাবার চেষ্টা করেও প্যানেল চেয়ারম্যান শরৎ মন্ডলের কারনে সম্ভব হচ্ছে না। সর্বশেষ আম পাড়াকে কেন্দ্র করে প্যানেল চেয়ারম্যানের পরিবারের হাতে আমি ও আমার স্বামীকে বেদম মারপিট করলে আমরাও পাল্টা আক্রমন করি। তিনি আরোও বলেন,আমি যখন আমার জমিতে যেতে পারছি না,সে কারনে তার জমিতে যেতে বাঁধা দিচ্ছি । এ প্রসঙ্গে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস ছালাম কেরু বলেন, দুটি পরিবারের মধ্যে জমির স্বত্ত্ব নিয়ে বিরোধ চলে আসছে এবং এ নিয়ে মারামারিও হয়েছে। দ্রুত উভয়ের কাগজপত্র নিয়ে তিনি বসাবসি করে মিমাংসার উদ্যোগ নেওয়ার কথা বলেন।

    আরও খবর

    Sponsered content