• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

      প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ৬:২৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটনঃ
    “প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যে ও “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই স্লোগানে ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, বেলুন উড়ানো ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ০৫ জুন (সোমবার) সকালে জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এসময় বক্তারা বলেন, প্রাত্যহিক জীবনে পচনরোধী প্লাস্টিকের ব্যবহার ক্রমেই বাড়ছে যা মাটি, পানি, বায়ুমন্ডল, বন্যপ্রাণী, মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে এবং পরিবেশ সুরক্ষায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাজেই আমাদের সকলকে প্লাস্টিকের পণ্য ব্যবহার এখনই বন্ধ করতে হবে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক দিলরুবা আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের যুগ্ম- সচিব ফরিদ আহমদ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০০ জন শিক্ষার্থীর মাঝে বিজয়ী ১০০ জনকে সনদ, সন্মাননা স্মারক ও একটি করে গাছের চারা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ, সচেতন নাগরিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে