• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    সেন্টমার্টিনে ঘূর্ণিঝড়ে মোখার‌ ক্ষতিগ্রস্তদের কোস্ট গার্ডদের ত্রাণ সহায়তা 

      প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ৩:৪৬:৩০ প্রিন্ট সংস্করণ

    দিদারুল আলম জিসান: (কক্সবাজার)

    ঘূর্ণিঝড় মোখা’য় আঘাতে ক্ষতিগ্রস্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৯ মে) দুপুরে বি এন ইসলামিক উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট পশ্চিম জোন বিসিজিএস কামরুজ্জামান এর অধিনায়ক কমান্ডার মাহবুবুল হাসান।

    এ সময় তিনি সাংবাদিকদের জানান- বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের মানুষের সাথে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় গত (১৪ মে) সেন্টমার্টিন উপকূলে ঘূর্ণিঝড় পরবর্তী সেন্টমার্টিন দ্বীপে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ডে ত্রাণ সামগ্রী করা হয়েছে।

    তিনি আরও জানান, দেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন দিয়ে এই ঘূর্ণিঝড় প্রবাহিত হয়। এতে এই উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষ নানা ধরনের ক্ষতির শিকার হয়। এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন কর্মসূচি পালন করছে। সেন্টমার্টিন এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, সয়াবিন তেল, ম্যাচ, মোমবাতি বিতরণ করা হয়। এবং বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক কর্মহীন ও দুঃস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    আরও খবর

    Sponsered content