• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ দেয়াল ভেঙ্গে ১ নিহত ও অপরজন আহত

      প্রতিনিধি ২০ মে ২০২৩ , ৪:৫৯:১৭ প্রিন্ট সংস্করণ

    মো: রেজাউল করিম, ঈদগাঁও ( কক্সবাজার)।

    কক্সবাজারের ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ দেয়াল ভেঙ্গে পড়ে এক ডাম্পার শ্রমিকের মৃত্যু ও অপর একজন গুরুতর আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় বঙ্কিম বাজার এলাকায় করুণ এ ঘটনাটি ঘটে। নিহত নুরুল হুদা পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়ার আছদ আলীর পুত্র। আহত আলী হোসেন (৪০) পার্বত্য বান্দরবান জেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা। তথ্যের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির জানান, বঙ্কিম বাজার এলাকার নিউরন হাসপাতাল সংলগ্ন জনৈক একরামের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে পড়ে পথচারী ডাম্পার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি।
    থানার এস আই জুয়েল সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি।
    তিনি আরো জানান, নির্মানাধীন ভবনটির ভেতরে প্রচুর পরিমাণ কংক্রিট রাখা হয়েছিল। এ কারণে দেয়ালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্বল হয়ে উঠে। এর আগেও এটি কয়েকবার ঝাঁকুনি দিয়েছিল বলে জানা যায়। কংক্রিটের ভার সইতে না পেরে দেয়ালটি ভেঙ্গে পড়লে পথচারী ডাম্পার শ্রমিক নিহত হয়। এছাড়া গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
    ঘটনাস্থলে কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (এএসপি) (সদর সার্কেল) মোহাম্মদ মিজানুর রহমান ছুটে আসেন।

    আরও খবর

    Sponsered content