• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    গঙ্গাচড়ায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগ

      প্রতিনিধি ৩ মে ২০২৩ , ১১:০৯:১৩ প্রিন্ট সংস্করণ

    আবু তালেব,রংপুর স্টাফ রিপোর্টার

    রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মাড়াই করে দিচ্ছেন যুবলীগের কর্মীরা। বোরো ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে তা কাটতে পারছিলেন না গঙ্গাচড়া উপজেলায় কোলকোন্দ ইউনিয়নের কৃষক আহসান হাবীব। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
    সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলা যুবলীগের উদ্যোগে কৃষকের চল্লিশ শতক জমির ধান কেটে দেন যুবলীগের নেতাকর্মীরা। বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক আহসান হাবীব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় কেন্দ্রীয় যুবলীগ। সেই আহ্বানে সাড়া দিয়ে কৃষক আহসান হাবীবের ধান কেটে ঘরে পৌঁছে দেয় উপজেলা যুবলীগ। এ সময় ধান কাটায় অংশ নেন গঙ্গাচড়া উপজেলা যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লেবু, সহ সভাপতি সাইদুল হাসান টিপু, কোলকোন্দ ইউনিয়নের সভাপতি সাহেদুর রহমান মনা , সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সুজন, বড়বিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আইয়ুব, কোলকোন্দ ইউনিয়ন যুবলীগ প্রচার সম্পাদক আশিক মিয়া, আকরামুজ্জামান অনিছ, কোলকোন্দ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু তালেব সহ যুবলীগের নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লেবু বলেন, এ বছর দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে গঙ্গাচড়া উপজেলা যুবলীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে। উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইদুল হাসান টিপু বলেন, আজ তীব্র গরমের মধ্যে কৃষক আহসান হাবিব ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলা মধ্যে অসহায় কৃষকের ধান কেটে দেয়া হবে। কৃষকের মুখে হাসি ফোটাতে যুবলীগ ধান কাটার কার্যক্রম শুরু করেছে। কৃষক আহসান হাবিব বলেন, আমার চল্লিশ শতক জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনা পারিশ্রমিকে যুবলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও যুবলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোলকোন্দ ইউনিয়নের সভাপতি সাহেদুর রহমান মনা বলেন, যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বিপদগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী সমস্যায় থাকা কৃষকের তালিকা করে তারা মাঠে নেমেছেন। পর্যায়ক্রমে তারা এসব কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দেবেন। বড়বিল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আইয়ুব বলেন, আমরা গরিব অসহায় মানুষের পাশে ছিলাম আছি থাকবো।

    আরও খবর

    Sponsered content