• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    ভান্ডারিয়ায় মাদক প্রতিরোধ ঐক্য পরিষদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

      প্রতিনিধি ২০ মে ২০২৩ , ৯:০৩:০৬ প্রিন্ট সংস্করণ

    মো আছিফ মল্লিক, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

    পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এর আয়োজনে মাদক প্রতিরোধ ঐক্য পরিষদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় ভান্ডারিয়া টেলিফোন ভবন সংলগ্ন মাদক প্রতিরোধ ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম, মাদক প্রতিরোধ ঐক্য পরিষদের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক গোলাম কবির নান্টু, সাংবাদিক মোঃ জাকির হোসেন কাজী, মোঃ আব্দুল্লাহ মল্লিক, মোঃ শাজাহান প্রমুখ।

    বক্তারা বলেন, মাদক এর কারণে বর্তমান সময়ে মাদকের পাশাপাশি ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং সহ আরো বিভিন্ন সামাজিক ব্যাধি আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে, মাদক প্রতিরোধ ঐক্য পরিষদের একমাত্র লক্ষ্য মাদকমুক্ত একটি সমাজ তৈরি করা।

    বক্তারা আরও বলেন, ভান্ডারিয়া মাদক প্রতিরোধ ঐক্য পরিষদের মাধ্যমে প্রতিটি গ্রামের সচেতন ব্যক্তিবর্গরা মাদক প্রতিরোধে উৎসাহিত হবেন, পাশাপাশি সমাজে ছড়িয়ে থাকা মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদক পাচারকারীরা অচিরেই মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পাবেন বলে আশা করেন তারা, এজন্য সমাজে ছড়িয়ে থাকা চিহ্নিত মাদক সেবনকারী ব্যবসায়ী এবং মাদক পাচারকারীদের তথ্য সহযোগীতা আশা করেন তারা।

    অতপর, সংগঠনের সার্বিক মঙ্গলকামনা দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    আরও খবর

    Sponsered content