• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    তরুণ কবি ও লেখক বরিশালের জিল্লুর রহমান

      প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ১:১৪:০৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    লেখক জিল্লুর রহমান জিল্লু একাডেমিক নাম মো. জিল্লুর রহমান একজন কবি ও ছড়াকার। তিনি ১৯৮০ খ্রি. ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলাধীন কাঁঠালিয়া সদর ইউনিয়নের দক্ষিণ আনইলবুনিয়া গ্রামের হাওলাদার পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মরহুম আঃ মন্নান হাওলাদার, মাতা হাসিনা বেগম। তিনি পিতামাতার ছোট সন্তান ছোট বয়সে বাবাকে হারিয়ে মায়ের স্নেহে বেড়ে উঠেন।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ বেতারের কলকাকলির রানারের ঝুলি এবং দৈনিক ইত্তেফাকের শিশু সাহিত্য পাতা কচি কাঁচার আসরের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ১৯৯১ সাল থেকে লেখালেখি শুরু করেন।

    তিনি বরিশাল সরকারি বিএম কলেজ থেকে এম.এ (প্রাইভেট) পাস করেন। তার প্রথম প্রকাশিত যৌথ বই “১৫০ ছড়াকার” ২০২২। তিনি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত। ছাত্র জীবনে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমান লেখালেখি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

    যুগ্ম সাধারণ সম্পাদক, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদ, সাংগঠনিক সম্পাদক, কাঁঠালিয়া সমিতি বরিশাল, সম্পাদনা প্যানেল সদস্য, নবভাবনা, ঢাকা, সদস্য বরিশাল সাহিত্য সংসদ, নির্বাহী সদস্য, আবদুল্লাহ জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স, বরিশাল।

    স্ত্রী শাহনাজ পারভীন একজন গৃহিণী, দুই সন্তান বড় মেয়ে আফরিন রহমান তাকওয়া, ছোট মেয়ে আফিয়া রহমান তাহিয়া। তার সম্পাদনায় স্থানীয় বটতলা বাজার, ইসলামিকক ফাউন্ডেশন পাঠাগার থেকে “আলোর দিশারী” নাম দেয়াল পত্রিকা এবং দ্বি-মাসিক ম্যাগাজিন প্রকাশিত হয়। লেখক পারিবারিক ও সামাজিক কর্মকান্ডে জড়িত থাকার পরও ছোট বেলা থেকে আজ পর্যন্ত বেতার শুনে আসছেন। তিনি প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন, ছোট বেলা থেকে বেতার শুনে আসছি এবং বেতারে সেই ছোট বেলা থেকেই লেখালেখি করছিলাম এবং বেতার থেকে অনেক পুরস্কার পেয়েছি। বেতার শ্রোতাদের নিয়ে বরিশালের কাশিপুরে গড়ে তুলেছেন তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাব, বর্তমানে এই শ্রোতা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

    আরও খবর

    Sponsered content