• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    অভয়নগরে মেসার্স সাহা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩১:৫৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স সাহা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগদ ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান। ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন ঔষধ প্রসাশনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল, নওয়াপাড়া পৌরসভার সেনেটারী ইনস্পেক্টর মোঃ আকরাম হোসেন, অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন ও পুলিশ সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় নওয়াপাড়া বাজার নূরবাগ এলাকায় সাহা ফার্মেসীতে অভিযান চলাকালে রেজিষ্টার বিহীন, লাইসেন্স বিহীন, ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফার্মেসী মালিক সঞ্জীব কুমার সাহাকে ১৫হাজার টাকা ও ঔষধ স্যাম্পল বিক্রেতা জাহাঙ্গীর হাসানকে ২হাজার টাকা মোট ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির অভয়নগর উপজেলা শাখার সভাপতি সাজ্জাতুর রহমান শান্তি, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সিংহ। এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের ঔষধ ফার্মেসী গুলোর অনিয়মের বিষয়ে অভিযান চলছে পর্যায় ক্রমে উপজেলার সকল ঔষধ ফার্মেসীর অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

    আরও খবর

    Sponsered content