• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    থানচিতে কে এন এফ-সেনাবাহিনী যুদ্ধে, গ্রাম ছেড়ে ১১ বম পরিবার আশ্রয় গ্রহন

      প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ১:২২:১৬ প্রিন্ট সংস্করণ

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    কুচি-চিন ন্যাশনাল আর্মি(কে এন এফ) সাথে সেনাবাহিনীর যুদ্ধে কারণে বান্দরবানের থানচিতে বম সম্প্রদায়ের ১১ পরিবার পালিয়ে এসে আশ্রয় গ্রহণ করেছে। রবিবার (২৮ মে) বিকেলে রুমা উপজেলা ৩নং রেমাক্রি প্রাংসা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, ৩৭০ নং নাইতিং মৌজা, বাকক্লাই পাড়া থেকে ১১পরিবার ৩২জন বম সম্প্রদায়ের লোকজন পার্শ্ববর্তী উপজেলা থানচিতে এসে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা ১১ বম সম্প্রদায়ের পরিবারকে থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক ভাবে আশ্রয় দেয়া হয়েছে।

    এই নিয়ে আশ্রয় দিতে আসা জোয়ালিয়ান বম (৫৬) বলেন, চারিদিকে ইদানিং কে এন এফ ও সেনাবাহিনীর মধ্যকার গোলাগুলি কারনে ভয়ে ও আতঙ্কিত হয়ে আমরা ১১পরিবার মোট ৩২জন লোকজন পালিয়ে এসে আশ্রয় নিতে বাধ্য হয়। বাক্লাই পাড়া মোট ৩৮ পরিবারের বসবাস ছিল। এরই মধ্যে অন্যান্যরা বিভিন্ন পাড়ায় আশ্রয় নিয়ে পাড়া ছেড়ে চলে গেছে।

    এই নিয়ে থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, পালিয়ে আসা ১১বম পরিবার কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার দেয়া হয়েছে। শুধু তারা নিজেরাই রান্নাবান্না করে খেতে হয়েছে। এই নিয়ে এখনো কিছুই বলা যাচ্ছে না।

    এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাঃ আবুল মনসুর বলেন, পরিস্থিতি শান্ত না হওয়ার পর্যন্ত আশ্রিত ১১ বম সম্প্রদায় পরিবার গুলো এখানে থাকবে। তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাওয়া-দাওয়া ব্যবস্থা নেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content