• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    ঈশ্বরদীতে পালিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকি

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৯:৩০:০২ প্রিন্ট সংস্করণ

    পাবনা ঈশ্বরদীঃ মোঃ মেহেদী হাসান

    স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাঙ্গালী জাতির প্রাণ যার নেতৃত্বে বাংলাদেশ স্বধীনতার লাভ করেছে ।বাঙ্গালী জাতির অহংকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে, আজ ১৫ আগস্ট মঙ্গলবার সকালে স্টেশন রোডস্থ ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন,কালোবেজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন (পাবনা-৪) আসনের জাতীয় সংসদ সদস্য মাটি ও মানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

    উল্লেখ্য, ১৯৭৫সালের ১৫আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল,শেখ জামাল ও শিশু শেখ রাসেল,পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালসহ আরো অনেকে শহীদ হন। প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন,বাঙ্গালীর জাতীয় জীবনে আগষ্টের ভয়াবহতা,নৃশংসতা ও শোকের কোন শব্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব । এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পশী এক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার জীবন দর্শন, সততা ও বিচলণতা অনুসরণ করেই তার আদর্শের ধারক ও বাহক হতে পারলেই এগিয়ে যাবে দেশ সমৃদ্ধ হবে জাতি।

    এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য সাকিবুর রহমান শরীফ(কনক),কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈশ্বরদী পৌর সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী পৌর মেয়র ও ঈশ্বরদী পৌর আওয়ামী সাধারন সম্পাদক ইছাহক আলী মালিথা,পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মাহজেবিন শিরিণ পিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিউল আলম বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৈফিকুজ্জামান রতন মহলদার,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ভিপি ইমরুল কায়েস দারা,উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল,পৌর যুবলীগ এর সভাপতি আলাউদ্দিন বিপ্লব, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস,যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজীব মালিথা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি শৈশব সহ উপজেলা ,যুবলীগ নেতা আমজাত ইসলাম অবুজ ,যুবলীগ নেতা মোঃ সম্রাট হোসেন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ কর্মীরা আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুব মহিলালীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা
    প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস বলেন,বাঙ্গালীর জাতীয় জীবনে আগষ্টের ভয়াবহতা,নৃশংসতা ও শোকের কোন শব্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব । এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পশী এক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার জীবন দর্শন, সততা ও বিচলণতা অনুসরণ করেই তার আদর্শের ধারক ও বাহক হতে পারলেই এগিয়ে যাবে দেশ,সমৃদ্ধ হবে জাতি,জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

    আরও খবর

    Sponsered content