• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়” রামগড়ে শীর্ষক আলোচনা সভা

      প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ১১:১৮:০৯ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে তথ্য অফিস রামগড়ের আয়োজনে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ২৯ মে-২০২৩ সোমবার সকাল সাড়ে ১০ টায় রামগড়ে তথ্য অফিস রামগড়ের আয়োজনে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক আলোচনা সভায় রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, হাসিনা আক্তার, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, মফিজুর রহমান প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মূল কনসেপ্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন, রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার, মো. বেলায়েত হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা, উক্ত কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

    উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, হেডম্যান-পাড়াকার্বারীবৃন্দ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content