• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    দিরাইয়ে দীর্ঘদিন শিক্ষকতার পর অবসরপ্রাপ্ত হলেন আব্দুস ছাত্তার

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২০:২১ প্রিন্ট সংস্করণ

    মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

    দিরাইয়ে দীর্ঘদিন শিক্ষকতার পর অবসরপ্রাপ্ত হলেন আব্দুস ছাত্তার।
    সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীন সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার শিক্ষকতার জীবন থেকে অবসরপ্রাপ্ত হন।

    মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা।আর তার পথপ্রদর্শক হলেন একজন শিক্ষক। মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন প্রায় ৩১ বছর ধরে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের তিনি সন্তানের মতই স্নেহ,মমতা ও ভালোবাসা দিয়ে আগলে রাখতেন।গ্রামের প্রতিটি মানুষের কাছে তিনি একজন আদর্শ নীতিবান শিক্ষক হিসেবে পরিচিত। চলাফেরা ও জীবন যাপন করেন সাধারন মানুষের মতই সহজ সরল ভাবে।নিজের আদর্শকে ধরে রাখতে চান আমৃত্যু পর্যন্ত। ধনপুর, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মোঃ আব্দুস ছাত্তার।

    তিনি ৩০ সেপ্টেম্বর ১৯৬৪ সালে সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামের হাজী বাড়ী বিশিষ্ট মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মোঃ সুরুজ আলাী, মাতা মোছা: হালিমা খাতুন।

    প্রাথমিক শিক্ষা শেষ করে বজেন্দ্রগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন ২৩ শে জুলাই ১৯৮৪ সালে।তারপর উচ্চ মাধ্যমিক পড়ার জন্য ভর্তি হন মদন মোহন কলেজ সিলেটে।

    শিক্ষকতা জীবনের কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিযুক্ত হন।তখন থেকেই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন।তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের প্রাণ কেন্দ্র মনে করে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করেছেন । অসংখ্য শিক্ষার্থীকে তিনি শিক্ষার আলোর পথ দেখিয়েছন। তারা আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত। ব্যক্তিগত জীবনে তিনি চার কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।তিনি একজন আদর্শ বাবা এবং আদর্শ শিক্ষক,শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতেন এবং সফলতার গল্প শুনাতেন।তিনি খুবই আন্তরিক ছিলেন শিক্ষার্থীদের প্রতি।
    অবসরপ্রাপ্ত হন ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালে। অবসর গ্রহনের আগ পর্যন্ত দীর্ঘ সময় ধরে কর্মজীবনের শুরু থেকে শেষ দিনটি এই স্কুল এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথেই কাটালেন এই মহান মানুষটি।

    সবশেষে,শ্রদ্ধেয় শিক্ষকের অবসরপ্রাপ্ত জীবন যেন সুখের হয়,শান্তিময় হয়। তার নেক হায়াত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তার শিক্ষার্থী সহকর্মী এবং এলাকাবাসী।

    আরও খবর

    Sponsered content