• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুবদের এডভোকেসি সভা

      প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ৬:০৪:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ আঃ রহিম জয়, ডেস্ক নিউজ:

    সাতক্ষীরায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে যুবদের সংযুক্ত বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টায় বিনেরপোতাস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুবদের সংযুক্ত বিষয়ে এডভোকেসি সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সমাজ সেবা অধিদপ্তরের সুপারভাইজার শুভাশিস সরকার নবজীবন পলিটেকনিক ইন্সিটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার আজিজুর রহমান, আনোয়ারা খান মেমোরিয়াল ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কম্পিউটার ইন্সট্রাক্টর প্রশিক্ষক রাশিদুল ইসলাম, টিটিসির জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান সরদার প্রমুখ।

    উক্ত এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও সভার লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)।
    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন প্রোগ্রাম অফিসার গিয়াসউদ্দীন, উপস্থিত ছিলেন ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশর কেয়া অধিকারী, চন্দ্রশেখর হালদার, চন্দন কুমার বৈদ্য, বৈশাখী সুলতানা ও যুব সংঘের সদস্যবৃন্দ।

    এডভোকেসির মাধ্যমে তরূণরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক গড়ে তুলবে, প্রতিষ্ঠান সম্পর্কে জানবে সুবিধা গ্রহন করবে এবং উদ্যোক্তা হওয়ার জন্য সঠিক নির্দেশনা পাবে। বিশ^ বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা নিশ্চিত করা এবং সর্বজনীন শিক্ষা ও প্রশিক্ষণের মান উন্নয়নের মাধ্যমে দারিদ্র হ্রাস করা এবং বেকারত্বের হার কমানো। স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে যুবদের সম্পৃক্ততায় সংলাপ করে সন্মিলিতভাবে পদক্ষেপ গ্রহন করে সরকারের বিভিন্ন কাজের পদ্ধতিগত পরিবর্তন আনা এবং যুবরা যাতে বিভিন্ন দক্ষতা উন্নয়ণমুলক প্রশিক্ষণ পেয়ে কর্মসংস্থানে সংযুক্ত হতে পারে সে বিষয়ে সরকারের বিভিন্ন সেবাদাতা এবং দক্ষতা উন্নয়ণমূলক প্রতিষ্ঠান গুলোর সাথে কাজ করা। এই এডভোকেসির মাধ্যমে যুবরা তাদের চাহিদা তুলে ধরতে পেরেছে। সুনিদিষ্ট উদ্দেশ্য হল গ্রামীন এলাকা এবং দরিদ্র যুবক ও মহিলাদেরকে সাশ্রয়ী মূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে ক্ষমতায়ন করা যাতে তারা স্ব বা মজুরী নিযুক্ত হিসেবে লাভজনক কর্মসংস্থান খুঁজে পেতে পারে এবং নিজেদেরকে তাদের পরিবারকে দারিদ্র থেকে বের করে আনতে পারে।

    বক্তরা বলেন, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সংস্থার বাস্তবায়নে এফরটি প্রকল্পের আওতায় যুবদের জন্য কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দিয়ে তাদের দক্ষতা উন্নয়ণের জন্য যে ভুমিকা রাখছে সত্যিই সেটি প্রশংসার দাবিদার। যুব সদস্যবৃন্দ তাদের চাহিদা অনুযায়ী উপস্থিত অতিথিবৃন্দের তাদের নিজস্ব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেবা সমুহ সম্পর্কে প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে যুবদের কিভাবে সহযোগিতা করতে পারবে সে বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেন। চাকুরির পেছনে না ছুটে প্রত্যেকে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে যে সুযোগ আছে লক্ষ্য নিদিষ্ট করে সেই প্রশিক্ষণ গ্রহন করতে হবে। একাধিক প্রশিক্ষণ গ্রহন করলে কোনটাই হয় না। সিদ্ধান্ত গ্রহনের এখনই সময়।

    আরও খবর

    Sponsered content