• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • শিক্ষা

    শিক্ষা ক্ষেত্রে আমার সর্বোচ্ছ সহযোগিতা থাকবে:ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন

      প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ১০:৪৮:১১ প্রিন্ট সংস্করণ

    নোমান আহমদ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ-

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের অজপাড়াগাঁ ছোটখেল। সেখানে অবস্থিত ধর্মীয় শিক্ষার একটি বেসরকারি প্রতিষ্ঠান মাদানিয়া দারুস সুন্নাহ্ ছোটখেল মাদ্রাসা। এই মাদ্রাসাটি নতুন নির্মাণ হয় ১১/১১/২০১১ ইংরেজি সনে,নির্মাণের পরথেকে বিভিন্ন দাতা ও এলাকাবাসীর সহযোগিতায় এই মাদ্রাসায় অত্র এলাকার কোমলমতি শিশুদের সুশিক্ষা গ্রহণের সুযোগ হয়েছে। ইতিমধ্যে হিফজ বিভাগে ১৭জন হিফজশিক্ষার্থীসহ্ বিভিন্ন শিক্ষা বিভাগে মোট ২০শত ছাত্রছাত্রী রয়েছেন।
    এই মাদ্রাসা প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষা উপকরণের প্রয়োজন রয়েছে জেনে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন বুধবার ৩১/০৫/২৩ ইং তারিখে সরেজমিন মাদ্রাসাটি পরিদর্শনে আসেন।
    পরিদর্শন শেষে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রব প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জানান,প্রচন্ড তাপমাত্রা ঘনঘন লোডশেডিং এর কারণে অনেক সময় কোমলমতি শিশুদের শিক্ষা গ্রহণে কষ্ট হয় এবং মাদ্রাসার নুরানি(শিশু) বিভাগের ছাত্রছাত্রী বেশি থাকায় জরুরী প্রয়োজন টেবিল(ডেক্স) সহ্ শিক্ষা প্রাসঙ্গিক বিভিন্ন আলোচনা করেন।

    পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন বলেন, আমি কিন্তুু মাওলানা(হুজুর)নয়! তবুও পাঞ্জাবি পায়জামা পরিধান করি, কারণ এই পোষাক সুন্নতি ও মানসম্মত একটি পোষাক বলে আমি মনে করি।আমি সবসময় ধর্মীয় নীতিমালা পালনের চেষ্টা করি, আলেম স্কলার্সদের সাথে মহব্বত রাখার চেষ্টা করি। আমার কাছে কোমলমতি শিশুদের শিক্ষা গ্রহণের দৃশ্যটি বেশ ভালো লাগে,এ দৃশ্য দেখলে বিশেষ করে ছোটবেলার মক্তবে যাওয়ার কথা মনে পড়ে যায়, আমিও ছোটবেলায় মক্তবে যেতাম। আমি শিক্ষা ক্ষেত্রে আমার সর্বোচ্ছ দিয়ে আদর্শ মক্তব মাদ্রাসা কিংবা মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি।পরে তিনি মাদ্রার প্রতিটি ক্লাস পরিদর্শন করেন এবং কোমলমতি শিশুদের সাথে বসে কোশল বিনিময় করেন শিশুদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন। পরিশেষে তিনি মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ২০ টি টেবিল(ডেক্স)বানিয়ে দেওয়ার কথা জানান এবং পর্যায়ক্রমে আইপিএস এর দাবি পূরণের আশ্বাস দেন।
    এ সময় উপস্থিত ছিলেন মাদানিয়া দারুস সুন্নাহ ছোটখেল মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ্ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

    আরও খবর

    Sponsered content