• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    শ্রীমৎ স্বামী দেবদীপ মিত্র মহারাজ দুবাই আগমনে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা

      প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ১০:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার, রাজস্থলী :

    শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরি মহারাজের ১২০ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে শ্রীমৎ স্বামী দেবদীপ মিত্র চৌধুরী (পুরি) মহারাজ শুভ আগমনে ইউএই দুবাই অদ্বৈত অচ্যুত মিশন আয়োজিত দুবাই জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘে সমবেত প্রার্থনা, গুরু পূজা, গীতা পাঠ,হরি নাম ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। গত ২৮ শে মে রবিবার দুবাই জয় শ্রী কৃষ্ণ মন্দিরে এক ধর্মীয় মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজু শীলের সঞ্চালনায় সংগঠনের সভাপতি সুনীল শীলের সভাপতিত্বে এতে পৌরহিত্য করেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম নন্দনকানন তুলসীধামের শ্রীমৎ স্বামী দেবদীপানন্দ (পুরী) মহারাজ। এতে উপস্থিত ছিলেন জয় শ্রী কৃষ্ণ লোকনাথ সেবা সংঘের উপদেষ্টা বিকাশ কান্তি নাথ, শ্যামল দাশ, রূপন শীল, শিবলু দাস শিবু, সাংবাদিক সনজিৎ কুমার শীল, করুণা পাল, চিন্ময় দত্ত, পঙ্কজ দেবনাথ, শিমুল শীল। সাধারণ সম্পাদক প্রকাশ দেবনাথ, সহ সাধারণ সম্পাদক বন্ধন দেবনাথ সাংগঠনিক সম্পাদক রাজু শীল, অনিপ দেবনাথ, অর্থ সম্পাদক রুবেল দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চন্দন দেবনাথ, শিপন কর্মকার, দীপ দেবনাথ, শিফল দে, পবন দাশ, সুজন শীল, চয়ন দাশ, শুভ দেবনাথ, নিধান ধর, সজীব দেবনাথ, মহিলা সম্পাদিকী, সীমা পাল, পুস্পা দত্ত, বিউটি দাশ,..দ্বীপ্তি শীল, লিপিকা দেবী, সুলেখা, কলি শীল।মহারাজ কে জয় শ্রী কৃষ্ণ লোকনাথ সেবা সংঘের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা পুস্পা মালা দিয়ে বরণ করেন মন্দির কমিটি। এবং মহারাজকে সম্মাননা স্মারক প্রদান জয় শ্রী কৃষ্ণ লোকনাথ সেবা সংঘের উপদেষ্টা মন্ডলী ও কমিটির সদস্যরা। এদিকে জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা সন্মাননা স্মারক প্রদান করেন UAE প্রধান উপদেষ্টা সাংবাদিক সনজিত কুমার শীল, উপদেষ্টা চিন্ময় দত্ত, সভাপতি নারায়ণ চন্দ্র দাশ, সহ সভাপতি উত্তম দে, সহ প্রচার সম্পাদক রাষ্টন দেবনাথ, সহ দপ্তর সম্পাদক রিটন দেবনাথ, সদস্য কাঞ্চন দেবনাথ, সবুজ দেবনাথ, ইমন দেবনাথ সহ সদস্যরা। অনুষ্ঠান শেষে সংকীর্তন এর মাধ্যমে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content