• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    বাগমারা উপজেলায় গ্রামীন সড়ক সিসি ঢালাই উদ্বোধন

      প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ৩:৪৭:২৬ প্রিন্ট সংস্করণ

    মো:জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

    রাজশাহী বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের বিভিন্ন গ্রামীন সড়ক সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কাষ্টনাংলা গ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।
    পরে এলাকাবাসী উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে এই অবহেলিত রাস্তাটির কাজ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
    ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তায় প্রকল্পের মাধ্যমে রাস্তাটির কাজ নির্মাণ পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোর বেহালদশা ছিল। একই প্রকল্পের আওতায় আনা ইউনিয়নের কাষ্টনাংলা সহ রায়পুরা,মনোপাড়া,নরদাশ (২) এবং সুজনপালশায় মেঠোপথ পাকাকরণে সিসি ঢালাইয়ের কাজ হাতে নেওয়া হয়েছে।
    স্থানীয় চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল জানান, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তায় ছয়টি গ্রামের রাস্তা সিসি ঢালাই করা হচ্ছে। ছয়টি রাস্তা সিসি করলে ব্যয় হবে ১২ লাখ টাকা। রাস্তা ঢালাই কাজে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবদুল খালেক, কাজেম উদ্দিন, ইউপি সচিব আনারুজ জামাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও খবর

    Sponsered content